সর্বশেষ
Loading breaking news...

ভুল লিংকে ক্লিক করলেই বিপদ! এনইআইআর সেবা নিয়ে বিটিআরসি'র জরুরি সতর্কবার্তা

খবরের ছবি
ছবি: সংরক্ষণাগার
মোবাইল ফোনের ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেনটিটি রেজিস্ট্রার (এনইআইআর) সেবা নিয়ে প্রতারণার ফাঁদ থেকে ব্যবহারকারীদের সুরক্ষিত রাখতে জরুরি সতর্কবার্তা জারি করেছে বিটিআরসি। মঙ্গলবার সকালে নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই নির্দেশনা দেওয়া হয়।

ফেক ওয়েবসাইটের ফাঁদ

বিটিআরসি জানিয়েছে, সম্প্রতি এনইআইআর সেবার নামে বিভিন্ন অননুমোদিত ও ভুয়া ওয়েবসাইট তৈরি করে ব্যবহারকারীদের বিভ্রান্ত করার চেষ্টা চলছে। এসব ভুয়া লিংকের মাধ্যমে ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য হাতিয়ে নেওয়ার আশঙ্কা রয়েছে। কমিশন সর্বসাধারণকে কোনো অননুমোদিত ওয়েবসাইটে ব্যক্তিগত তথ্য শেয়ার না করার জন্য কঠোরভাবে অনুরোধ করেছে।

সেবা মিলবে বিনামূল্যে

বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে বলা হয়েছে, এনইআইআর সংক্রান্ত সকল সেবা সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করা হয়। কোনো বিভ্রান্তিকর লিংকের মাধ্যমে এই সেবার জন্য কোনো ধরনের ফি বা অর্থ প্রদান থেকে বিরত থাকতে বলা হয়েছে। শুধুমাত্র বিটিআরসি'র নির্ধারিত সরকারি ওয়েবসাইট neir.btrc.gov.bd ব্যবহার করেই সকল সেবা গ্রহণ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

নিরাপদ থাকার কৌশল

ব্যবহারকারীদের উচিত যেকোনো এসএমএস পাওয়ার পর তার সত্যতা যাচাই করা। বিটিআরসি কখনোই ব্যক্তিগত তথ্যের জন্য কোনো থার্ড পার্টি লিংকে ক্লিক করতে বলে না। ডিজিটাল এই যুগে নিজের তথ্য সুরক্ষায় সচেতনতার কোনো বিকল্প নেই।

আরও পড়ুন