সর্বশেষ
Loading breaking news...

বিস্ময়কর প্রতিভা! মাত্র ১৫ মাসে কোরআনে হাফেজ হয়ে তাক লাগাল প্রতিবন্ধী বাবার সন্তান

খবরের ছবি
ছবি: সংরক্ষণাগার
ময়মনসিংহের নান্দাইলে এক বিস্ময়কর ঘটনার জন্ম দিয়েছে ১১ বছরের শিশু সোলাইমান ইসলাম। মাত্র ১৫ মাস সময়ে পবিত্র কোরআন শরিফ মুখস্থ (হিফজ) করে সে রীতিমতো চাঞ্চল্য সৃষ্টি করেছে। মেধা আর কঠোর পরিশ্রম থাকলে যে কোনো বাধাই ডিঙানো সম্ভব, সেটাই যেন প্রমাণ করে দেখাল এই খুদে হাফেজ। তার এই অভাবনীয় সাফল্যে পরিবার ও এলাকাবাসীর মাঝে আনন্দের বন্যা বয়ে যাচ্ছে।

দারিদ্র্য ও প্রতিবন্ধকতা জয়ের গল্প
সোলাইমানের এই যাত্রাপথ মোটেও মসৃণ ছিল না। সে নান্দাইল উপজেলার চন্ডীপাশা ইউনিয়নের নিজ বানাইল গ্রামের এক দরিদ্র কৃষক পরিবারের সন্তান। তার বাবা সাইফুল ইসলাম একজন শারীরিক প্রতিবন্ধী। কিন্তু পারিবারিক অভাব-অনটন তার অদম্য ইচ্ছাশক্তির সামনে বাধা হয়ে দাঁড়াতে পারেনি। স্থানীয় ‘জামিয়াতু লুৎফুর রহমান আল ইসলামিয়া’ মাদ্রাসার ছাত্র হিসেবে সে এই অসামান্য কৃতিত্ব অর্জন করেছে।

শিক্ষক ও বাবার আবেগঘন প্রতিক্রিয়া
ছেলের এমন সাফল্যে আবেগে আপ্লুত বাবা সাইফুল ইসলাম দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। মাদ্রাসার মোহতামিম মাওলানা তাজুল ইসলাম জানান, সোলাইমান অত্যন্ত মেধাবী ছাত্র। শিক্ষকদের সঠিক দিকনির্দেশনা এবং তার কঠোর অধ্যবসায়ের ফলেই এত কম সময়ে সে পুরো কোরআন আয়ত্ত করতে সক্ষম হয়েছে, যা পুরো প্রতিষ্ঠানের জন্য গর্বের বিষয়। স্থানীয় সুধীসমাজও সোলাইমানকে অভিনন্দন জানিয়েছেন।

আরও পড়ুন