সর্বশেষ
Loading breaking news...

সুপ্রিম কোর্টের সতর্কবার্তায় সাংবাদিকদের উদ্বেগ! ডিআরইউ'র ৪ দফা দাবি

খবরের ছবি
ছবি: সংরক্ষণাগার
সুপ্রিম কোর্ট সংক্রান্ত ‘মিথ্যা বা বিভ্রান্তিকর’ সংবাদ প্রকাশ করলে আদালত অবমাননার অভিযোগে ব্যবস্থা নেওয়ার কঠোর সতর্কবার্তায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)। সোমবার এক বিবৃতিতে সংগঠনটি বলেছে, এ ধরনের বিজ্ঞপ্তি স্বাধীন সাংবাদিকতার পথে বড় ধরনের বাধা সৃষ্টি করতে পারে।

সংজ্ঞাহীন সতর্কতা ও স্বাধীন সাংবাদিকতাডিআরইউ সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেলের বিবৃতিতে প্রশ্ন তোলা হয়েছে, ‘মিথ্যা’ বা ‘বিভ্রান্তিকর’ সংবাদের সংজ্ঞা কী এবং কোন কর্তৃপক্ষ তা নির্ধারণ করবে?
"স্বচ্ছ নীতিমালা ছাড়া এমন সতর্কবার্তা সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে শঙ্কা তৈরি করবে,"
বিবৃতিতে বলা হয়। তারা মনে করেন, সংবাদে ভুল থাকলে তা প্রতিকারের আইনি কাঠামো আগে থেকেই রয়েছে।


ডিআরইউ'র ৪ দফা দাবিবিবৃতিতে ডিআরইউ নেতারা সুপ্রিম কোর্ট প্রশাসনের কাছে চারটি সুনির্দিষ্ট দাবি জানিয়েছেন। দাবিগুলো হলো— ‘মিথ্যা সংবাদ’ নির্ধারণের স্পষ্ট সংজ্ঞা প্রকাশ, গণমাধ্যম সংগঠনগুলোর সাথে আলোচনার মাধ্যমে গ্রহণযোগ্য নীতিমালা তৈরি, সাংবাদিকদের ভয়ভীতিহীন কাজের পরিবেশ নিশ্চিত করা এবং সুপ্রিম কোর্ট প্রশাসনকে দুর্নীতিমুক্ত রাখা।

পেশাগত স্বাধীনতার অঙ্গীকারদায়িত্বশীল সাংবাদিকতার প্রতি নিজেদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে ডিআরইউ জানিয়েছে, তারা সাংবাদিকদের সাংবিধানিক অধিকার ও পেশাগত স্বাধীনতা রক্ষায় ঐক্যবদ্ধ। সংগঠনটি আশা প্রকাশ করেছে যে, সুপ্রিম কোর্ট প্রশাসন সাংবাদিকদের উদ্বেগের বিষয়টি আমলে নিয়ে বিতর্কিত বিজ্ঞপ্তিটি প্রত্যাহার করে নেবে।

আরও পড়ুন