সর্বশেষ
Loading breaking news...

কানাডায় পোস্টাল ব্যালটে ভোটাধিকার প্রাপ্তিতে প্রবাসী বাংলাদেশিদের মাঝে আনন্দের বন্যা বইছে

খবরের ছবি
ছবি: সংরক্ষণাগার

দেশের অর্থনীতির চাকা সচল রাখতে দীর্ঘদিন ধরে রেমিট্যান্স পাঠিয়ে আসছেন প্রবাসীরা, এবার রাষ্ট্র পরিচালনায় তাঁদের সরাসরি অংশীদারিত্ব নিশ্চিত করতে নির্বাচন কমিশন এক ঐতিহাসিক পদক্ষেপ গ্রহণ করেছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কানাডায় বসবাসরত বাংলাদেশি প্রবাসীরা পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাচ্ছেন। দীর্ঘদিনের প্রতীক্ষিত এই প্রাপ্তিতে কানাডার প্রবাসী সম্প্রদায়ের মধ্যে এখন আনন্দের বন্যা বইছে এবং তারা এটিকে নিজেদের অবদানের স্বীকৃতি হিসেবে দেখছেন।

ক্যালগেরিতে ঐতিহাসিক উদযাপন

এই যুগান্তকারী সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে আলবার্টার ক্যালগেরির বাংলাদেশ সেন্টারে এক বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়। আলবার্টার প্রথম বাংলা অনলাইন নিউজ পোর্টাল ‘প্রবাস বাংলা ভয়েস’ আয়োজিত এই সভার শিরোনাম ছিল ‘পোস্টাল ব্যালটে নতুন দিগন্ত, প্রবাসীদের ইতিবাচক বার্তা’। বাংলাদেশ কানাডা অ্যাসোসিয়েশন অব ক্যালগেরির সভাপতি ইকবাল রহমানের সভাপতিত্বে এবং প্রধান সম্পাদক আহসান রাজীব বুলবুলের সঞ্চালনায় অনুষ্ঠিত এই সভায় ড. মো. আব্দুল বাতেন ও আলমগীর দারাইনসহ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত থেকে এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।

গণতন্ত্রের নতুন দিগন্ত

আলোচনা সভায় বক্তারা এই সিদ্ধান্তকে বাংলাদেশের গণতান্ত্রিক ইতিহাসের এক উজ্জ্বল মাইলফলক হিসেবে অভিহিত করেন। তাঁদের মতে, প্রবাসীদের দীর্ঘদিনের প্রাণের দাবি ও অপেক্ষার অবসান ঘটিয়ে নির্বাচন কমিশন যে সাহসী সিদ্ধান্ত নিয়েছে, তা অত্যন্ত প্রশংসনীয়। প্রবাস জীবনে থেকেও দেশের মূলধারার রাজনীতিতে সম্পৃক্ত হওয়ার এই সুযোগ তাদের মধ্যে নতুন করে আশার সঞ্চার করেছে। গণতন্ত্রের এই নতুন দিগন্তে নিজেদের স্বপ্নপূরণের প্রতিধ্বনি শুনতে পাচ্ছেন কানাডাপ্রবাসী বাংলাদেশিরা।

আত্মার সম্পর্ক সুদৃঢ়করণ

স্বাধীনতার পর এই প্রথম প্রবাস থেকে জাতীয় নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ তৈরি হওয়ায় উচ্ছ্বসিত সাধারণ প্রবাসীরা। বক্তারা উল্লেখ করেন, এতদিন কেবল বৈদেশিক মুদ্রা পাঠিয়েই তারা দায়িত্ব পালন করেছেন, কিন্তু এখন ভোটের মাধ্যমে রাষ্ট্র পরিচালনায় অংশ নিতে পারবেন। এই প্রক্রিয়ার মাধ্যমে দেশের মাটির সঙ্গে প্রবাসীদের ‘আত্মার সম্পর্ক’ আরও সুদৃঢ় হবে বলে তারা বিশ্বাস করেন। এটি প্রবাসীদের দেশপ্রেম ও দায়বদ্ধতাকে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে।

নির্বাচনী ব্যবস্থায় নবশুরু

পোস্টাল ভোটিং ব্যবস্থা সুষ্ঠুভাবে বাস্তবায়িত হলে এটি বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থায় এক নতুন অধ্যায়ের সূচনা করবে বলে মত প্রকাশ করেন আলোচকরা। এটি কেবল গণতান্ত্রিক অংশগ্রহণই বাড়াবে না, বরং নির্বাচনকে আরও সর্বজনীন ও গ্রহণযোগ্য করে তুলবে। প্রবাসীদের এই অংশগ্রহণ দেশের নীতি নির্ধারণে ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা করা হচ্ছে। এই ঐতিহাসিক সুযোগ কাজে লাগিয়ে সমৃদ্ধ বাংলাদেশ গড়তে এবং গণতন্ত্রকে সমুন্নত রাখতে সকলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়।

আরও পড়ুন