'ঢাকা যাচ্ছি' বলে প্রেমিকার সাথে স্বামী, হাতেনাতে ধরা ফেলায় স্ত্রীকে নির্মম প্রহার!
বরিশাল নগরীর ফজলুল হক এভিনিউ সড়কে প্রকাশ্য দিবালোকে এক নজিরবিহীন ঘটনা ঘটেছে। 'ঢাকায় যাচ্ছি' বলে বাড়ি থেকে বের হওয়া এক স্বামী যখন প্রেমিকার সঙ্গে ঘুরে বেড়াচ্ছিলেন, ঠিক তখনই তিনি স্ত্রী ও বৃদ্ধা শাশুড়ির কাছে ধরা পড়েন। কিন্তু ধরা পড়তেই সেই স্বামী নিজের এক সন্তানের জননী স্ত্রীকে জনসম্মুখে মারধর করেন। স্বামীর হাতে প্রহৃত হয়ে সেই গৃহবধূ অপমানে ও দুঃখে রাস্তায় গড়াগড়ি করে কান্নায় ভেঙে পড়েন।
সন্দেহের বশে শাশুড়ীকে নিয়ে শহরে গৃহবধূভুক্তভোগী গৃহবধূ আঁখি মল্লিক জানান, প্রায় সাত বছর আগে রবিউল ইসলামের সঙ্গে তার বিয়ে হয়। শনিবার রবিউল জানান তিনি ঢাকা যাবেন। বিষয়টি নিয়ে সন্দেহ হওয়ায় রবিবার দুপুরে তিনি শাশুড়িকে নিয়ে স্বামীকে খুঁজতে বরিশাল শহরে আসেন এবং রবিউলকে তাঁর প্রেমিকার হাত ধরে ঘুরতে দেখেন।
পরকীয়া প্রেমিকার অতীত ইতিহাসরবিউল ইসলামের মা জানান, তাঁর ছেলে যার সাথে পরকীয়া করছেন, পূর্বে সেই নারীই রবিউলের বিরুদ্ধে ধর্ষণ মামলা করেছিলেন। স্বামীর এমন কর্মকাণ্ডের প্রতিবাদে আঁখি তাদের দুজনের বিরুদ্ধেই মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।
সন্দেহের বশে শাশুড়ীকে নিয়ে শহরে গৃহবধূভুক্তভোগী গৃহবধূ আঁখি মল্লিক জানান, প্রায় সাত বছর আগে রবিউল ইসলামের সঙ্গে তার বিয়ে হয়। শনিবার রবিউল জানান তিনি ঢাকা যাবেন। বিষয়টি নিয়ে সন্দেহ হওয়ায় রবিবার দুপুরে তিনি শাশুড়িকে নিয়ে স্বামীকে খুঁজতে বরিশাল শহরে আসেন এবং রবিউলকে তাঁর প্রেমিকার হাত ধরে ঘুরতে দেখেন।
পরকীয়া প্রেমিকার অতীত ইতিহাসরবিউল ইসলামের মা জানান, তাঁর ছেলে যার সাথে পরকীয়া করছেন, পূর্বে সেই নারীই রবিউলের বিরুদ্ধে ধর্ষণ মামলা করেছিলেন। স্বামীর এমন কর্মকাণ্ডের প্রতিবাদে আঁখি তাদের দুজনের বিরুদ্ধেই মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।