সর্বশেষ
Loading breaking news...

বিশ্বকাপের ভেন্যু জটে নয়া মোড় ভারতের দুই শহরের দিকেই নজর আইসিসির

খবরের ছবি
ছবি: সংরক্ষণাগার

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের ঢাকে কাঠি পড়তে আর মাত্র তিন সপ্তাহ বাকি থাকলেও এখনো কাটল না বাংলাদেশের ম্যাচের ভেন্যু নিয়ে তৈরি হওয়া ঘোর অনিশ্চয়তা। একদিকে নিরাপত্তার যুক্তিতে ভেন্যু বদলের দাবিতে অনড় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি), অন্যদিকে নিজস্ব অবস্থানে অটল আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। সব মিলিয়ে বিশ্বকাপের ঠিক আগে মাঠের লড়াইয়ের আগেই যেন শুরু হয়ে গেছে এক ভিন্নমাত্রার ‘অবস্থানগত লড়াই’!

লঙ্কাকাণ্ড নয়, বিকল্প ভারতই

ভারত ও বাংলাদেশের মধ্যকার সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতির জেরে খেলোয়াড়দের নিরাপত্তা নিয়ে বেশ উদ্বিগ্ন বিসিবি। এই শঙ্কা থেকেই বাংলাদেশের ম্যাচগুলো ভারত থেকে সরিয়ে শ্রীলঙ্কায় আয়োজনের জন্য আইসিসির কাছে একাধিকবার আনুষ্ঠানিক চিঠি দিয়েছে বোর্ড। তবে বিসিবির এই প্রস্তাব মেনে নিতে নারাজ ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা, বরং ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ‘ক্রিকবাজ’-এর তথ্যমতে আইসিসি বিকল্প ভেন্যু হিসেবে ভারতের দক্ষিণাঞ্চলের দুই শহর চেন্নাই ও তিরুবনন্তপুরমকে বিবেচনায় রেখেছে।

নেপথ্যের চাঞ্চল্যকর প্রস্তুতি

চেন্নাইয়ের ঐতিহ্যবাহী চিপক স্টেডিয়াম এমনিতেই বিশ্বকাপের অন্যতম ব্যস্ত ভেন্যু, যেখানে হাইভোল্টেজ ভারত-অস্ট্রেলিয়া ম্যাচসহ মোট সাতটি ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা। তবে তামিলনাডু ক্রিকেট অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা অভয় দিয়েছেন যে, তাঁদের আটটি প্রস্তুত পিচ থাকায় অতিরিক্ত ম্যাচ আয়োজনে কোনো সমস্যাই হবে না। বর্তমান সূচি অনুযায়ী, কলকাতার ইডেন গার্ডেন্সে এবং মুম্বাইয়ে বাংলাদেশের খেলার কথা থাকলেও নিরাপত্তা ইস্যুতে তা পরিবর্তনের সম্ভাবনা প্রবল হয়ে উঠেছে।

নাটকীয় মোড় ও সিদ্ধান্ত

ঘটনার ঘনঘটা এখানেই শেষ নয়, বিসিসিআই আইপিএল ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্সকে নির্দেশ দিয়েছে পেসার মুস্তাফিজুর রহমানকে দ্রুত ছেড়ে দিতে, যা আসন্ন পরিস্থিতির ইঙ্গিতবাহী হতে পারে। অন্যদিকে বিসিবি নিরাপত্তার শঙ্কা প্রকাশ করে আইসিসিকে দুই দফা চিঠি দিলেও এখনো পর্যন্ত কোনো আনুষ্ঠানিক জবাব মেলেনি। ধারণা করা হচ্ছে, আগামী সোমবার আইসিসি তাদের চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে যা টুর্নামেন্টের গতিপথ নির্ধারণ করবে।

লজিস্টিক চ্যালেঞ্জ ও বাস্তবতা

টুর্নামেন্ট শুরুর এত অল্প সময় আগে ভেন্যু সম্পূর্ণ অন্য দেশে অর্থাৎ শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়া যে বিশাল লজিস্টিক চ্যালেঞ্জ, তা বলাই বাহুল্য। তাই শেষ পর্যন্ত বিসিবির দাবি ধোপে টিকার সম্ভাবনা ক্ষীণ এবং ভারতের মাটিতেই হয়তো টাইগারদের বিশ্বমঞ্চে নামতে হবে। তবে চেন্নাই বা তিরুবনন্তপুরমের মতো ভেন্যুতে খেলা হলে নিরাপত্তা শঙ্কা কিছুটা কমবে বলে আশা করা হচ্ছে এবং দুই সংস্থাই ইতিবাচক সাড়া দিয়েছে।

আরও পড়ুন