স্তব্ধ সুরের ভুবন! মাত্র ৪৩ বছরেই থেমে গেল প্রশান্ত তামাংয়ের পথচলা
সঙ্গীত জগতে নেমে এল গভীর শোকের ছায়া। মাত্র ৪৩ বছর বয়সে অকালে ঝরে গেল ‘ইন্ডিয়ান আইডল’ খ্যাত প্রশান্ত তামাং। রবিবার নয়াদিল্লিতে নিজের বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন প্রতিভাবান এই শিল্পী। চিকিৎসকরা জানিয়েছেন, মস্তিষ্কে রক্তক্ষরণের কারণেই এমন আকস্মিক মৃত্যু হয়েছে তাঁর, যা মেনে নিতে পারছেন না তাঁর অগণিত ভক্ত ও শুভাকাঙ্ক্ষী।
পুলিশের উর্দি থেকে সুরের জাদুকর
২০০৭ সাল, ইন্ডিয়ান আইডলের মঞ্চ। কলকাতা পুলিশ অর্কেস্ট্রার এক সাধারণ সদস্যের জয়ে নেচে উঠেছিল গোটা দেশ। সেই একটি জয়ই প্রশান্ত তামাংকে রাতারাতি খ্যাতির শীর্ষে পৌঁছে দেয়। এরপর ‘ধন্যবাদ’ অ্যালবামের মাধ্যমে শ্রোতাদের মনে পাকাপাকি জায়গা করে নেন তিনি। ২০১০ সালে নেপালি ছবি ‘গোর্খা পল্টন’-এর মাধ্যমে অভিনয়েও নিজের জাত চিনিয়েছিলেন এই বহুমুখী প্রতিভাধর শিল্পী।
গোর্খা ঐক্যের প্রতীক
প্রশান্ত তামাং কেবল একজন গায়ক ছিলেন না, তিনি হয়ে উঠেছিলেন ভারতীয় গোর্খা সম্প্রদায়ের গর্ব ও ঐক্যের প্রতীক। বিজেপির জাতীয় মুখপাত্র রাজু বিস্তার মতে, তাঁর প্রয়াণে গোর্খা জনজাতি তাদের এক উজ্জ্বল নক্ষত্রকে হারাল। দার্জিলিং থেকে সিকিম—পাহাড়ের প্রতিটি কোণকে নিজের সুরের মায়ায় একসূত্রে বেঁধেছিলেন তিনি, তাঁর হাত ধরেই নেপালি সঙ্গীত এক নতুন উচ্চতায় পৌঁছেছিল।
অসমাপ্ত এক বর্ণময় অধ্যায়
ছোট পর্দায় ‘অ্যাম্বার ধারা’ থেকে শুরু করে সম্প্রতি ওটিটি প্ল্যাটফর্মের জনপ্রিয় সিরিজ ‘পাতাললোক’-এর দ্বিতীয় সিজনে ড্যানিয়েল লেচো চরিত্রে অভিনয়—সর্বত্রই ছিল তাঁর সাবলীল বিচরণ। এছাড়াও ‘আংগালো মায়া কো’, ‘কিনা মায়া মা’-এর মতো একাধিক ছবিতে কাজ করেছেন তিনি। তাঁর এই বর্ণময় কর্মজীবন হঠাৎই থমকে গেল নিয়তির নিষ্ঠুর পরিহাসে।
অপূরণীয় ক্ষতি
তাঁর এই অকাল প্রয়াণ ভারতীয় সঙ্গীত ও চলচ্চিত্র জগতের জন্য এক অপূরণীয় ক্ষতি, যা সহজে পূরণ হওয়ার নয়। ভক্ত ও শুভানুধ্যায়ীদের চোখের জলে বিদায় নিলেন এই গুণী শিল্পী। রেখে গেলেন তাঁর কালজয়ী গান ও অগণিত স্মৃতি, যা চিরকাল সুরের ভুবনে তাঁকে অমর করে রাখবে।