সর্বশেষ
Loading breaking news...

বিপিএল না থাকলেও শনিবারে বিশ্ব ক্রীড়াঙ্গনের ঠাসা সূচিতে মাতবে দর্শক

খবরের ছবি
ছবি: সংরক্ষণাগার
বাংলাদেশের ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট বিপিএলের কোনো খেলা আজ মাঠে গড়াচ্ছে না। তবে দেশের মাঠে উত্তাপ না থাকলেও বিশ্ব ক্রীড়াঙ্গনে আজ শনিবার রয়েছে এক ভরপুর সূচি। ক্রিকেট থেকে ফুটবল—সব মিলিয়ে সারাদিন ব্যস্ত সময় পার করবেন ক্রীড়াপ্রেমীরা। বিশেষ করে জনপ্রিয় একাধিক টি-টোয়েন্টি লিগ এবং ইউরোপিয়ান ক্লাব ফুটবলের হাইভোল্টেজ সব ম্যাচ থাকছে আজকের দিনের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে। দর্শকদের সারাদিন টিভির পর্দায় বুঁদ করে রাখার জন্য এই আয়োজনগুলো যথেষ্ট রোমাঞ্চকর হতে যাচ্ছে।

টি-টোয়েন্টির জমজমাট লড়াই

ক্রিকেটপ্রেমীদের জন্য আজ রয়েছে দুটি জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি লিগের মোট চারটি টি-টোয়েন্টি ম্যাচ। অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগে দিনের প্রথম ম্যাচে বেলা ১১টায় ব্রিসবেন হিটের মুখোমুখি হবে সিডনি থান্ডার। এরপর দুপুর ২টা ১৫ মিনিটে মেলবোর্ন রেনেগেডস মাঠে নামবে মেলবোর্ন স্টারসের বিপক্ষে। এই দুটি রোমাঞ্চকর ম্যাচ সরাসরি সম্প্রচার করবে স্টার স্পোর্টস ২। অন্যদিকে দক্ষিণ আফ্রিকার এসএ টোয়েন্টি লিগেও রয়েছে দুটি আকর্ষণীয় লড়াই যা দর্শকদের বিনোদনের খোরাক জোগাবে।

এসএ টোয়েন্টি শিডিউল

বিকেল ৫টায় পার্ল ও প্রিটোরিয়ার মধ্যকার প্রথম লড়াইটি দেখা যাবে টিভির পর্দায়। এরপর রাত সাড়ে ৯টায় জোবার্গ ও কেপটাউন একে অপরের মোকাবিলা করবে মাঠে। এই দুটি হাইভোল্টেজ ম্যাচ সরাসরি সম্প্রচারিত হবে স্টার স্পোর্টস সিলেক্ট ১ চ্যানেলে। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের এই জমজমাট আসরগুলো ক্রিকেট ভক্তদের জন্য এক বিশেষ প্রাপ্তি। সারাদিন ক্রিকেট উৎসবে মেতে থাকার জন্য এটি এক দারুণ সুযোগ।

ইউরোপিয়ান ফুটবলের সূচি

ফুটবলপ্রেমীদের জন্যও অপেক্ষা করছে এক দীর্ঘ এবং উত্তেজনাময় রাত। স্প্যানিশ লা লিগায় আজ রয়েছে মোট চারটি গুরুত্বপূর্ণ ম্যাচ। সন্ধ্যা ৭টায় ওভিয়েদো খেলবে রিয়াল বেতিসের বিপক্ষে এবং রাত ৯টা ১৫ মিনিটে ভিয়ারিয়াল নামবে আলাভেজের বিপক্ষে। এরপর রাত সাড়ে ১১টায় জিরোনা মুখোমুখি হবে ওসাসুনার এবং রাত ২টায় ভ্যালেন্সিয়ার প্রতিপক্ষ এলচে। এই সবকটি ম্যাচ সরাসরি উপভোগ করা যাবে বিগিন অ্যাপের মাধ্যমে।

এফএ কাপের উত্তেজনা

ইংলিশ ফুটবলের ঐতিহ্যবাহী এফএ কাপের লড়াইয়ে রাত ২টায় চার্লটনের মুখোমুখি হবে শক্তিশালী চেলসি। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে সনি স্পোর্টস ২ চ্যানেল। ইউরোপিয়ান ক্লাব ফুটবলের এই লড়াইগুলো গভীর রাত পর্যন্ত দর্শকদের মাতিয়ে রাখবে। ঘরোয়া ক্রিকেটের অভাব পূর্ণ করে দেবে এই আন্তর্জাতিক ফুটবল ও ক্রিকেট উৎসব। সব মিলিয়ে আজ খেলাধুলার এক অন্যরকম শনিবার পার করতে যাচ্ছে বাংলাদেশ।

আরও পড়ুন