সর্বশেষ
Loading breaking news...

বায়ুদূষণে শীর্ষে কাবুল, ‘অস্বাস্থ্যকর’ বাতাসের তালিকায় ঢাকার অবস্থান কত?

খবরের ছবি
ছবি: সংরক্ষণাগার
বিশ্বজুড়ে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে দিন দিন প্রকট হচ্ছে বায়ুদূষণ সমস্যা। মেগাসিটি ঢাকাও দীর্ঘদিন ধরে ধুঁকছে দূষিত বাতাসের ভারে। মাঝে বৃষ্টির সৌজন্যে ঢাকার আকাশ কিছুটা পরিষ্কার হলেও, ফের বাতাসের মান নেমে এসেছে ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে। সোমবার (৫ জানুয়ারি) সকালে আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ার-এর প্রকাশিত তথ্যে উঠে এসেছে বিশ্বের দূষিত শহরগুলোর উদ্বেগজনক চিত্র।

দূষণের শীর্ষে কাবুল, ঢাকার অবস্থান কোথায়?আইকিউএয়ার-এর লাইভ মনিটরিং সূচক অনুযায়ী, ২০৬ স্কোর নিয়ে আজ বিশ্বের দূষিত শহরের তালিকায় শীর্ষস্থান দখল করেছে আফগানিস্তানের রাজধানী কাবুল। সেখানকার বাতাসের মান বর্তমানে ‘খুবই অস্বাস্থ্যকর’ হিসেবে চিহ্নিত। ১৮৩ স্কোর নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ভারতের দিল্লি এবং ১৭৭ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে চীনের সাংহাই। অন্যদিকে, ১৫৮ স্কোর নিয়ে রাজধানী ঢাকা রয়েছে তালিকার ১১তম অবস্থানে। যদিও শীর্ষ দশে নেই, তবুও ঢাকার বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’ হিসেবেই বিবেচিত হচ্ছে।

বাতাসের মানের রকমফের ও সতর্কতাবায়ুমানের সূচক (AQI) অনুযায়ী, স্কোর ০ থেকে ৫০ এর মধ্যে থাকলে তাকে ‘ভালো’ বলা হয়। ৫১ থেকে ১০০ স্কোর ‘মাঝারি’ এবং ১০১ থেকে ১৫০ স্কোর সংবেদনশীল গোষ্ঠীর জন্য ‘অস্বাস্থ্যকর’ হিসেবে গণ্য করা হয়। তবে স্কোর যখন ১৫১ থেকে ২০০ এর মধ্যে থাকে, তখন তা সবার জন্যই ‘অস্বাস্থ্যকর’। ঢাকার বর্তমান স্কোর এই সীমার মধ্যেই রয়েছে। এমন পরিস্থিতিতে শিশু, বৃদ্ধ এবং শ্বাসকষ্টে ভোগা রোগীদের বাড়ির বাইরে বের হওয়ার ক্ষেত্রে বিশেষ সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।

মহামারির চেয়েও ভয়ঙ্কর বায়ুদূষণবিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) মতে, বায়ুদূষণ বর্তমানে এক নীরব ঘাতক। প্রতি বছর বিশ্বব্যাপী আনুমানিক ৭০ লাখ মানুষ কেবল বায়ুদূষণজনিত কারণে মৃত্যুবরণ করেন। দূষিত বাতাসের ক্ষুদ্র বস্তুকণা (পিএম ২.৫) স্ট্রোক, হৃদরোগ, ফুসফুসের ক্যানসার এবং শ্বাসযন্ত্রের জটিল সংক্রমণের ঝুঁকি মারাত্মকভাবে বাড়িয়ে তোলে। তাই এই ‘অদৃশ্য শত্রু’ থেকে বাঁচতে সচেতনতার কোনো বিকল্প নেই।

আরও পড়ুন