সর্বশেষ
Loading breaking news...

'প্রেজেন্ট স্যার' ডাকার আগেই আগুনে ছাই আয়েশা; লক্ষ্মীপুরে দুই বোনের মর্মান্তিক মৃত্যু

খবরের ছবি
ছবি: সংরক্ষণাগার
সাফল্যের খবর আর তার কানে পৌঁছায়নি। বার্ষিক পরীক্ষায় দ্বিতীয় স্থান অর্জন করেও কক্ষের দরজায় আর কড়া নাড়তে পারবে না দ্বিতীয় শ্রেণির ছাত্রী আয়েশা আক্তার বিনতি (৮)। দুর্বৃত্তদের লাগানো আগুনে পুড়ে ছাই হয়ে গেছে তার শৈশব। শুধু আয়েশা নয়, এই নৃশংস ঘটনায় তার বড় বোন সালমা আক্তার স্মৃতিও চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। লক্ষ্মীপুরের এই ভয়াবহ ঘটনাটি শোকে স্তব্ধ করে দিয়েছে স্থানীয়দের।

অশ্রুসিক্ত রোল কলআয়েশার বাবা বেলাল হোসেন জানান, যখন শিক্ষক তার মেয়ের ভালো ফলাফলের কথা জানান, তখন বুকফাটা কান্না ছাড়া আর কিছুই তাঁর করার ছিল না। ফলাফল দিয়ে এখন আমি কী করবো? আমার মেয়েটাতো আর নেই।

পুড়ে ছাই সংসারঅভিযোগ রয়েছে, গত ১৯ ডিসেম্বর রাতে দুর্বৃত্তরা সূতারগোপ্তা এলাকায় বেলালের বসতঘরের দরজায় বাইরে থেকে তালা মেরে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেয়। সেই আগুনে জীবন্ত দগ্ধ হয় ছোট্ট আয়েশা এবং পরে বড় মেয়ে স্মৃতিও মারা যান। লক্ষ্মীপুর সদর মডেল থানা পুলিশ মামলাটি তদন্ত করছে।

আরও পড়ুন