সর্বশেষ
Loading breaking news...

ব্যাংকিং খাতে নতুন মেরুকরণ: এবিবির নেতৃত্বে ফের মাসরুর আরেফিন, সেক্রেটারি পদে আহসান জামান

খবরের ছবি
ছবি: সংরক্ষণাগার
দেশের ব্যাংকগুলোর শীর্ষ নির্বাহীদের সংগঠন ‘অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স, বাংলাদেশ’ (এবিবি)-এর নেতৃত্বে আবারও বড় চমক। সংগঠনটির চেয়ারম্যান হিসেবে পুনর্নির্বাচিত হয়েছেন সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মাসরুর আরেফিন। আগামী ২০২৬-২০২৭ মেয়াদের জন্য তিনি প্রভাবশালী এই সংগঠনটির হাল ধরবেন। একইসঙ্গে সংগঠনটির নতুন সেক্রেটারি জেনারেল হিসেবে নির্বাচিত হয়েছেন ট্রাস্ট ব্যাংকের এমডি আহসান জামান চৌধুরী। সম্প্রতি অনুষ্ঠিত এবিবির ২৮তম এজিএম-এ এই কমিটি গঠন করা হয়।

নেতৃত্বের নতুন সমীকরণ ও শক্তিশালী পর্ষদ
এবিবির এবারের কমিটিতে অভিজ্ঞ ব্যাংকারদের আধিক্য দেখা গেছে। নবগঠিত কমিটিতে তিনজন ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন—হাসান ও. রশীদ (প্রাইম ব্যাংক), মোহাম্মদ আলী (পূবালী ব্যাংক) এবং মোহাম্মদ মামদুদুর রশীদ (ইউসিবি)। কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পেয়েছেন এনআরবি ব্যাংকের তারেক রিয়াজ খান। এছাড়া যুগ্ম সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন যমুনা ব্যাংকের মির্জা ইলিয়াস উদ্দিন আহমেদ। পর্ষদের অন্যান্য সদস্যরাও ব্যাংকিং খাতের পরিচিত মুখ।

বর্ণাঢ্য কর্মজীবন ও অভিজ্ঞতার ঝুলি
মাসরুর আরেফিন ১৯৯৫ সালে এএনজেড গ্রিন্ডলেজ ব্যাংকে ক্যারিয়ার শুরু করেন। ৩১ বছরের কর্মজীবনে তিনি স্ট্যান্ডার্ড চার্টার্ড কাতার, আমেরিকান এক্সপ্রেস এবং সিটি ব্যাংক এনএ-তে গুরুত্বপূর্ণ সব পদে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি টানা সাত বছর ধরে সিটি ব্যাংকের এমডি হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি অন্তর্বর্তীকালীন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছিলেন এবং এবার পূর্ণ মেয়াদের জন্য নির্বাচিত হলেন।

আরও পড়ুন