সর্বশেষ
Loading breaking news...

মেঘনার উত্তাল ঢেউয়ে ট্রলারডুবি: অলৌকিকভাবে রক্ষা পেলেন ২৩ জন

খবরের ছবি
ছবি: সংরক্ষণাগার
নোয়াখালীর হাতিয়া সংলগ্ন মেঘনা নদীতে এক ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে অলৌকিকভাবে রক্ষা পেয়েছেন ২৩ জন আরোহী। ভাসানচর অভিমুখী একটি ট্রলার ঢেউয়ের কবলে পড়ে উল্টে ডুবে গেলেও তীরের কাছে থাকায় সবাইকে নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়েছে।

রুদ্ধশ্বাস উদ্ধার অভিযানভাসানচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নিশ্চিত করেছেন যে কোনো প্রাণহানি ঘটেনি। তবে ট্রলারে থাকা লাখ লাখ টাকার বাণিজ্যিক মালামাল নষ্ট হয়ে গেছে।

নিরাপদ সি-ট্রাকের দাবিযাত্রীরা জানিয়েছেন, সরকারি সি-ট্রাক সরিয়ে নেওয়ার পর থেকেই এই রুটে ঘন ঘন দুর্ঘটনা ঘটছে। ভবিষ্যতে বড় বিপদ এড়াতে নিরাপদ জলযানের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

আরও পড়ুন