সর্বশেষ
Loading breaking news...

মেহেরপুর সীমান্ত দিয়ে এক বছরে ফিরতে বাধ্য ৩৭২ বাংলাদেশি

খবরের ছবি
ছবি: সংরক্ষণাগার
মেহেরপুরের গাংনী ও মুজিবনগর সীমান্ত দিয়ে গত এক বছরে নীরবে দেশে ফিরতে বাধ্য হয়েছেন ৩৭২ জন বাংলাদেশি। উন্নত জীবনের আশায় বহু বছর আগে অবৈধভাবে সীমান্ত পাড়ি দিলেও, তাদের সেই জীবন শেষ হয়েছে ভারতীয় কর্তৃপক্ষের হাতে আটক হয়ে। শূন্য হাতে তারা ফিরছেন নিজের দেশে।

কারাগার থেকে কাঁটাতারের গেটফিরে আসা এই মানুষগুলো কেউ ২৫ বছর, কেউ ১০ বছর আগে ভারতে গিয়েছিলেন। কলকাতা বা নয়ডায় শ্রমিক হিসেবে কাজ করে তারা জীবন গড়েছিলেন। কিন্তু পুলিশের হাতে আটক হওয়ার পর তাদের ঠিকানা হয় কারাগার।
"বছরের পর বছর কষ্ট করার পর সব হারিয়ে দেশে ফিরতে হলো,"
জানান এক ব্যক্তি। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) তাদের ট্রাকে করে সীমান্তে এনে বাংলাদেশে ঠেলে দেয়।


পুশইন বনাম বিজিবির কড়া অবস্থানগত কয়েক মাসে পুশইনের ঘটনা আশঙ্কাজনকভাবে বেড়েছে। এই পরিস্থিতিতে বিজিবি কঠোর অবস্থান নিয়েছে। চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান জানিয়েছেন, বিজিবির পক্ষ থেকে কোনো পুশইন বরদাস্ত করা হবে না। ভবিষ্যতে এমন ঘটনা ঘটলে বিএসএফকে কড়া জবাব দেওয়া হবে এবং পুশব্যাক করা হবে।

আইনি প্রক্রিয়া ও পরিচয় যাচাইপুলিশ জানিয়েছে, পুশইন হয়ে আসা ব্যক্তিদের বিরুদ্ধে বিজিবি মামলা দায়ের করে। এরপর পরিচয় যাচাই-বাছাই শেষে বাংলাদেশিদের তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এই আইনি প্রক্রিয়ার আড়ালে চাপা পড়ে যায় শত শত মানুষের স্বপ্নভঙ্গের করুণ কাহিনী। এই মানবিক সংকট মোকাবিলায় স্থানীয় প্রশাসন কাজ করে যাচ্ছে।

আরও পড়ুন