গ্রামের বাড়িতেই মিলল ইয়াবা তৈরির অত্যাধুনিক কারখানা, হংকং ফেরত যুবক গ্রেফতার
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার দক্ষিণ বেতকা এলাকার চাংঘুড়ি গ্রামে এক অভাবনীয় ঘটনা ঘটেছে। রবিবার রাতে একটি সাধারণ বসতবাড়িতে অভিযান চালিয়ে পুলিশ সন্ধান পেয়েছে ইয়াবা তৈরির এক অত্যাধুনিক কারখানার। গোপন সংবাদের ভিত্তিতে চালানো এই অভিযানে বিপুল পরিমাণ রাসায়নিক সরঞ্জাম, ইয়াবা তৈরির মেশিন এবং ৮০০ পিস ইয়াবাসহ ফিরোজ নামের এক যুবককে হাতেনাতে গ্রেফতার করা হয়েছে। এসময় তার হেফাজত থেকে ২৫ গ্রাম ক্রিস্টাল মেথ বা আইসও জব্দ করে আইনশৃঙ্খলা বাহিনী।
আত্মগোপনের আড়ালে মাদক সাম্রাজ্য
গ্রেফতারকৃত ৩৭ বছর বয়সী ফিরোজ ঢাকার বাসাবো এলাকার বাসিন্দা আবু তাহেরের ছেলে। জানা গেছে, ঢাকার বিভিন্ন থানায় তার বিরুদ্ধে মাদকের একাধিক মামলা রয়েছে এবং পুলিশের নজর এড়াতেই সে গত পাঁচ বছর ধরে টঙ্গীবাড়ীতে তার খালু রশীদ ঢালীর বাড়িতে আশ্রয় নিয়েছিল। এই দীর্ঘ সময় আত্মগোপনে থাকার সুযোগকে কাজে লাগিয়ে সে সেখানে গড়ে তোলে এক ভয়ংকর মাদক সাম্রাজ্য। গ্রামের শান্ত পরিবেশকে ঢাল হিসেবে ব্যবহার করে সে তার অবৈধ কার্যক্রম চালিয়ে আসছিল।
হংকং থেকে আনা বিশেষ মেশিন
পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর সব তথ্য। ফিরোজ জানায়, প্রায় ছয় থেকে সাত মাস আগে সে হংকং ভ্রমণে গিয়েছিল এবং সেখান থেকেই ইয়াবা তৈরির এই বিশেষায়িত মেশিনটি সংগ্রহ করে দেশে নিয়ে আসে। দেশে ফেরার পর অত্যন্ত গোপনে খালুর পাকা ভবনের ভেতরের একটি কক্ষে সে এই মেশিন স্থাপন করে। বাহ্যিক কোনো সন্দেহ এড়াতে সে সব সময় সতর্ক থাকত এবং পরিবারের অন্য সদস্যদের অগোচরেই চলত তার এই কর্মযজ্ঞ।
আন্তর্জাতিক কুরিয়ারে রাসায়নিক আমদানি
কারখানা সচল রাখতে প্রয়োজনীয় কাঁচামাল সংগ্রহের ক্ষেত্রেও ফিরোজ ছিল অত্যন্ত কৌশলী। ইয়াবা তৈরির জন্য দরকারি বিভিন্ন রাসায়নিক সে আন্তর্জাতিক কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বিদেশ থেকে আনাত বলে স্বীকার করেছে। উৎপাদিত মাদক দেশের বিভিন্ন প্রান্তে পৌঁছে দেওয়ার জন্য একটি শক্তিশালী সরবরাহ নেটওয়ার্কও সে গড়ে তুলেছিল। তার এই কারখানায় প্রতি রাতে বিপুল পরিমাণ মাদক তৈরি করা হতো বলে ধারণা করছে পুলিশ।
টঙ্গীবাড়ী থানার সেকেন্ড অফিসার রবিউল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, এই চক্রের সঙ্গে আরও কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। ফিরোজের সহযোগীদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে এবং তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রামের ভেতরে এমন একটি কারখানার সন্ধান মেলায় এলাকাবাসীর মধ্যেও ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।