সর্বশেষ
Loading breaking news...

কূটনীতিক ও শিল্পপতি মোজিবুল হক ইউএপি'র নতুন চেয়ারম্যান নির্বাচিত

খবরের ছবি
ছবি: সংরক্ষণাগার
ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক (ইউএপি) ফাউন্ডেশনের বোর্ড অব গভর্নরস এবং বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান হিসেবে ২০২৬-২০২৭ মেয়াদের জন্য নির্বাচিত হয়েছেন বিশিষ্ট শিল্পপতি ও কূটনীতিক কে. এম. মোজিবুল হক। সম্প্রতি ফাউন্ডেশনের বার্ষিক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে তাকে এ দায়িত্ব দেওয়া হয়।

সিআইপি থেকে জাতিসংঘের শান্তি কর্মসূচিকে. এম. মোজিবুল হক টানা ১২ বছর বাংলাদেশ সরকারের সিআইপি হিসেবে স্বীকৃতি পেয়েছেন। আন্তর্জাতিক অঙ্গনেও তার পদচারণা ছিল অত্যন্ত উজ্জ্বল। তিনি জেসিআই ইন্টারন্যাশনালের বিশ্ব সহসভাপতি হিসেবে পূর্ব ইউরোপ ও বাল্টিক অঞ্চলের দায়িত্ব সামলেছেন। এছাড়া ১৯৮৬ সালে জাতিসংঘের শান্তি কর্মসূচি FER-এর দক্ষিণ এশীয় আঞ্চলিক পরিচালক হিসেবেও কাজ করেছেন।
"শিক্ষা ও শান্তির সমন্বয়ই জাতির অগ্রগতি,"
তিনি বিশ্বাস করেন।


কূটনীতি ও করপোরেট জগতের শীর্ষেজনাব মোজিবুল হক বর্তমানে বাংলাদেশে ইয়েমেন প্রজাতন্ত্রের অনারারি কনসাল জেনারেল। তিনি টাস এভিয়েশন গ্রুপ এবং শাহ গ্রুপের চেয়ারম্যান হিসেবেও সফলতার সাথে দায়িত্ব পালন করছেন। তাঁর মতো একজন অভিজ্ঞ ব্যক্তিত্বের নেতৃত্বে ইউএপি শিক্ষাখাতে নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আশা করা হচ্ছে।

নতুন মেয়াদের কমিটি২০২৬-২০২৭ মেয়াদের এই কমিটিতে মোজিবুল হকের সঙ্গে আরও চারজন সদস্য নির্বাচিত হয়েছেন। তাঁরা হলেন—আলমজেব ফারজাদ আহমেদ, আলহাজ আবদুল মালেক মোল্লা, জাকি আলম এবং স্থপতি মাহবুবা হক। এই অভিজ্ঞ টিমের হাত ধরে বিশ্ববিদ্যালয়টি বিশ্বমানের গবেষণায় এগিয়ে যাবে বলে সকলের বিশ্বাস।

আরও পড়ুন