সর্বশেষ
Loading breaking news...

আফকনের মঞ্চে ক্যামেরুনকে হারিয়ে ২২ বছরের খরা কাটাল মরক্কো

খবরের ছবি
ছবি: সংরক্ষণাগার
আফ্রিকান ফুটবলের শ্রেষ্ঠত্বের মঞ্চে আবারও নিজেদের দাপট প্রমাণ করল মরক্কো। আফ্রিকা কাপ অব নেশনস বা আফকনের কোয়ার্টার ফাইনালে পরাশক্তি ক্যামেরুনকে ২-০ গোলে হারিয়ে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করেছে স্বাগতিকরা। এই রাজকীয় জয়ের মধ্য দিয়ে দীর্ঘ ২২ বছরের অপেক্ষার অবসান ঘটল অ্যাটলাস লায়নদের। শুক্রবার রাবাতে অনুষ্ঠিত হাইভোল্টেজ ম্যাচে মরক্কোর আক্রমণের সামনে দাঁড়াতেই পারেনি প্রতিপক্ষ ক্যামেরুন। পুরো ম্যাচে আধিপত্য বজায় রেখে ব্রাহিম দিয়াজ ও ইসমাইল সাইবারির গোলে কাঙ্ক্ষিত জয় তুলে নেয় ওয়ালিদ রেগরাগুইয়ের শিষ্যরা।জাদুকরী মুহূর্তের অপেক্ষাম্যাচের শুরু থেকেই প্রতিপক্ষের রক্ষণভাগে আক্রমণের পসরা সাজিয়ে বসে মরক্কোর ফরোয়ার্ডরা। খেলার ২৬তম মিনিটে আসে সেই মাহেন্দ্রক্ষণ, যখন গ্যালারিতে ওঠে আনন্দের ঢেউ। কর্নার থেকে সতীর্থ আয়ুব এল কাবির ফ্লিকে বল পেয়ে অত্যন্ত কাছ থেকে জালের ঠিকানা খুঁজে নেন তারকা ফুটবলার ব্রাহিম দিয়াজ। বলটি তাঁর উরুতে লেগে জালে জড়ালে টুর্নামেন্টে নিজের পঞ্চম গোলটি পূর্ণ করেন এই রিয়াল মাদ্রিদ তারকা। প্রথমার্ধের এই মূল্যবান অগ্রগামিতা দলকে মানসিকভাবে অনেক বেশি চাঙ্গা করে তোলে।শেষ পেরেক ঠুকলেন সাইবারিবিরতির পরও খেলার নিয়ন্ত্রণ নিজেদের হাতেই রাখে স্বাগতিক মরক্কো। ম্যাচের দ্বিতীয়ার্ধেও বজায় থাকে তাদের একচেটিয়া দাপট, যা প্রতিপক্ষকে কোনো সুযোগই দেয়নি। সেট পিস থেকে দুর্দান্ত এক গোল করে ব্যবধান দ্বিগুণ করেন বদলি নামা ইসমাইল সাইবারি। ফ্রি-কিক থেকে আসা বলটি নিয়ন্ত্রণে নিয়ে বাঁ-পায়ের নিচু শটে ক্যামেরুনের কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন তিনি। সবশেষ ২০০৪ সালে নেশনস কাপের সেমিফাইনালে খেলেছিল মরক্কো, এরপর দীর্ঘ বিরতি শেষে আবারও সেরা চারে জায়গা করে নিল দলটি।বিশ্বকাপ স্মৃতির রোমন্থন২০২২ কাতার বিশ্বকাপে রূপকথার জন্ম দিয়ে সেমিফাইনাল খেলেছিল মরক্কো, শুক্রবার রাবাতে যেন সেই স্মৃতিই ফিরে এল। গ্যালারিতে দর্শকদের উন্মাদনা আর মাঠের দাপুটে পারফরম্যান্স মনে করিয়ে দিল বিশ্বমঞ্চের সেই সোনালী দিনগুলো। ১৯৭৬ সালের পর প্রথমবারের মতো মহাদেশীয় শিরোপা জয়ের হাতছানি এখন দলের সামনে। আফকনের গত আসরের শেষ ষোলো থেকে বিদায় নেওয়ার পর থেকে অদম্য গতিতে ছুটছে মরক্কো। এটি তাদের টানা ২৫ ম্যাচ অপরাজিত থাকার এক অনন্য রেকর্ড, যা আফ্রিকান ফুটবলে বিরল।সামনে এবার কঠিন লড়াইআগামী বুধবার এই একই মাঠে ফাইনালে ওঠার লড়াইয়ে নামবে মরক্কো। সেমিফাইনালে তাদের প্রতিপক্ষ হবে আলজেরিয়া ও নাইজেরিয়ার মধ্যকার কোয়ার্টার ফাইনাল ম্যাচের বিজয়ী দল। স্বাগতিক দর্শকদের প্রত্যাশার চাপ সামলে ট্রফি জয়ের পথে আরও এক ধাপ এগিয়ে যেতে চায় ওয়ালিদ রেগরাগুইয়ের দল। দীর্ঘ চার দশকের শিরোপা খরা কাটানোর মিশনে খেলোয়াড়দের আত্মবিশ্বাস এখন তুঙ্গে। ফুটবল বিশ্লেষকরা মনে করছেন, বর্তমান ফর্ম ধরে রাখতে পারলে মরক্কোকে আটকানো কঠিন হবে।

আরও পড়ুন