পলাশে ব্যবসায়ীকে গুলি করে হত্যার ঘটনায় উত্তাল নরসিংদী ও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি
নরসিংদীর পলাশ উপজেলায় ব্যবসায়ী মনি চক্রবর্তীকে গুলি করে হত্যার ঘটনায় ফুঁসে উঠেছে স্থানীয় জনতা। নির্মম এই হত্যাকাণ্ডের বিচারের দাবিতে বুধবার দুপুরে নরসিংদী প্রেসক্লাবের সামনে এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়, যেখানে নিহতের স্বজন ও এলাকাবাসী ক্ষোভে ফেটে পড়েন। তাঁরা অবিলম্বে খুনিদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে প্রশাসনের প্রতি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন।
বাড়ির পথেই মৃত্যুর ফাঁদ
গত সোমবার রাতে পলাশ উপজেলার চরসিন্দুর ইউনিয়নের সুলতানপুর গ্রামে এই লোমহর্ষক ঘটনাটি ঘটে। প্রতিদিনের মতো নিজের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে বাড়ির দিকে ফিরছিলেন ৪২ বছর বয়সী ব্যবসায়ী মনি চক্রবর্তী। কিন্তু বাড়ির একদম কাছে পৌঁছাতেই আগে থেকে ওঁত পেতে থাকা দুর্বৃত্তরা তাঁকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায়। গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন তিনি এবং সেখানেই তাঁর করুণ মৃত্যু হয়।
রাজপথে ক্ষোভের আগুন
হত্যাকাণ্ডের প্রতিবাদে বুধবার আয়োজিত মানববন্ধনে স্থানীয় ব্যবসায়ী, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন। মানববন্ধনে বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, এলাকায় ব্যবসায়ীদের জানমালের কোনো নিরাপত্তা নেই। তাঁরা প্রশাসনের উদ্দেশে স্পষ্ট বার্তা দেন যে, ‘দ্রুততম সময়ের মধ্যে অপরাধীদের আইনের আওতায় আনা না হলে আগামীতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।’
পুলিশের জালে সন্দেহভাজন
এ বিষয়ে পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল মামুন নিশ্চিত করেছেন যে, নিহতের বাবা বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। তিনি জানান, পুলিশ হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে নিবিড়ভাবে কাজ করছে এবং ইতিমধ্যেই কয়েকজনকে আটক করা হয়েছে। তদন্তের স্বার্থে আটককৃতদের নাম-পরিচয় গোপন রাখা হলেও পুলিশ আশাবাদী যে দ্রুতই এই ঘটনার জট খোলা সম্ভব হবে।
ব্যবসায়ী মনি চক্রবর্তীর এমন আকস্মিক মৃত্যুতে তাঁর পরিবারে চলছে শোকের মাতম, আর পুরো এলাকায় নেমে এসেছে আতঙ্কের ছায়া। স্থানীয়দের দাবি, কেবল আশ্বাস নয়, তাঁরা দেখতে চান প্রকৃত অপরাধীদের দ্রুত গ্রেপ্তার ও বিচার। প্রশাসনের তৎপরতার দিকেই এখন তাকিয়ে আছে শোকার্ত পরিবার ও ক্ষুব্ধ এলাকাবাসী।