সর্বশেষ
Loading breaking news...

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মার্কিন কারাগারে! আদালতে দাঁড়িয়ে যা বললেন মাদুরো

খবরের ছবি
ছবি: সংরক্ষণাগার
মার্কিন যুক্তরাষ্ট্রের আদালতে বিচারের মুখোমুখি হলেন ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। সোমবার নিউইয়র্কের একটি ফেডারেল আদালতে তিনি এবং তাঁর স্ত্রী, ফার্স্ট লেডি সিলিয়া ফ্লোরেস নিজেদের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করে নিজেদের ‘সম্পূর্ণ নির্দোষ’ বলে দাবি করেন।

মাদক-সন্ত্রাস থেকে ষড়যন্ত্র, অভিযোগের পাহাড়মার্কিন প্রসিকিউটরদের পক্ষ থেকে মাদুরোর বিরুদ্ধে ‘মাদক-সন্ত্রাস’ ষড়যন্ত্রে জড়িত থাকা সহ মোট চারটি গুরুতর অভিযোগ আনা হয়েছে। তাঁদের দাবি, মাদুরো ভেনিজুয়েলার রাষ্ট্রীয় পরিকাঠামো ব্যবহার করে মার্কিন যুক্তরাষ্ট্রে মাদক পাচারে সক্রিয়ভাবে সহায়তা করেছেন।

‘আমায় অপহরণ করা হয়েছে!’আদালতে মাদুরো বিস্ফোরক দাবি করে বলেন, তাঁকে অপহরণ করা হয়েছে।
"এটি একটি স্বাধীন জাতির বিরুদ্ধে অবৈধ আগ্রাসন,"
তিনি উল্লেখ করেন। বর্তমানে তাঁরা ব্রুকলিনের একটি ফেডারেল ডিটেনশন সেন্টারে বন্দী রয়েছেন।


পরবর্তী শুনানি ও কনস্যুলার সহায়তাবিচারক অ্যালভিন হেলারস্টাইন মাদুরো ও তাঁর স্ত্রীকে কনস্যুলার সহায়তা পাওয়ার অধিকার সম্পর্কে অবহিত করলে তাঁরা উভয়েই কনস্যুলার সাক্ষাতের আবেদন জানান। তবে আপাতত কেউই জামিনের জন্য আবেদন করেননি। মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে আগামী ১৭ মার্চ।

আরও পড়ুন