সর্বশেষ
Loading breaking news...

জাল সনদে শিক্ষকতা রুখতে তিন জেলায় এনটিআরসিএর কঠোর জিরো টলারেন্স অভিযান শুরু

খবরের ছবি
ছবি: সংরক্ষণাগার

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে বহু বছর ধরে চলতে থাকা জাল নিবন্ধন সনদের দৌরাত্ম্য বন্ধে এবার কঠোর অবস্থানে গিয়েছে সরকার। এই অনাচার রোধকল্পে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ বা এনটিআরসিএ ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করে মাঠপর্যায়ে বড় ধরণের শুদ্ধি অভিযান শুরু করেছে। অনিয়ম ও জালিয়াতির পথ চিরতরে রুদ্ধ করতে এমপিওভুক্ত শিক্ষকদের সনদ যাচাইয়ের এই বিশাল কর্মযজ্ঞের সূচনা হলো।

তিন জেলায় শুরু পাইলট প্রকল্প

এই মহাযজ্ঞের প্রারম্ভিক ধাপ হিসেবে গাজীপুর, নরসিংদী ও ভোলা জেলাকে পাইলট প্রকল্পের আওতায় আনা হয়েছে। এনটিআরসিএ-এর সহকারী পরিচালক ফয়জার আহমেদ নিশ্চিত করেছেন যে, এই তিন জেলার স্কুল, কলেজ ও মাদ্রাসাসহ সকল কারিগরি প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষকদের সনদ সবার আগে যাচাই করা হবে। এই অভিজ্ঞতা কাজে লাগিয়ে পরবর্তীতে ধাপে ধাপে দেশের ৬৪টি জেলার প্রায় ৩৬ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে এই চিরুনি অভিযান পরিচালনা করা হবে।

তথ্য গোপন করলেই কঠোর শাস্তি

সংস্থার সদস্য মুহম্মদ নূরে আলম সিদ্দিকী স্বাক্ষরিত এক জরুরি দাপ্তরিক আদেশে সনদ যাচাইয়ের বিস্তারিত নির্দেশনা দেওয়া হয়েছে। নির্দেশনায় বলা হয়েছে, প্রতিষ্ঠান প্রধানদের আগামী সাত কার্যদিবসের মধ্যে নির্ধারিত ছকে সকল এমপিওভুক্ত শিক্ষকের তথ্য এবং ২০২৫ সালের নভেম্বর মাসের এমপিও শিটের কপি জমা দিতে হবে। ডাকযোগে বা বাহকের মাধ্যমে এই নথি এনটিআরসিএ কার্যালয়ে পৌঁছানো বাধ্যতামূলক করা হয়েছে।

নজরে জালিয়াতি ও টেম্পারিং

কর্তৃপক্ষ দ্ব্যর্থহীন ভাষায় জানিয়ে দিয়েছে, তথ্য প্রেরণে কালক্ষেপণ বা কোনো প্রকার গোপনীয়তার আশ্রয় নিলে তা বরদাশত করা হবে না। সনদ টেম্পারিং বা জাল প্রমাণের সামান্যতম লেশমাত্র পাওয়া গেলে সংশ্লিষ্ট শিক্ষক ও প্রতিষ্ঠান প্রধানের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এই প্রক্রিয়ায় কোনো শৈথিল্য প্রদর্শন না করার বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকেও কঠোর বার্তা দেওয়া হয়েছে।

মাঠপর্যায়ে নিবিড় তদারকি

যাচাই প্রক্রিয়াকে ত্রুটিমুক্ত ও সর্বব্যাপী করতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরসহ সংশ্লিষ্ট সকল দপ্তরে চিঠির অনুলিপি প্রেরণ করা হয়েছে। বিশেষ করে জেলা ও উপজেলা শিক্ষা কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে যেন তাদের আওতাধীন কোনো প্রতিষ্ঠান এই যাচাই প্রক্রিয়ার বাইরে না থাকে। মাঠপর্যায়ের কর্মকর্তাদের নিবিড় তদারকির মাধ্যমে একটি স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত শিক্ষক সমাজ গড়ার প্রত্যয় ব্যক্ত করেছে এনটিআরসিএ।

আরও পড়ুন