সর্বশেষ
Loading breaking news...

ঢাকা ব্যাংকের এমডি ও সিইও হিসেবে দায়িত্ব নিলেন ওসমান এরশাদ ফয়েজ

খবরের ছবি
ছবি: সংরক্ষণাগার

দেশের অন্যতম শীর্ষস্থানীয় আর্থিক প্রতিষ্ঠান ঢাকা ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন আন্তর্জাতিকভাবে প্রশংসিত ব্যাংকার ওসমান এরশাদ ফয়েজ। আন্তর্জাতিক ব্যাংকিং জগতে তিন দশকেরও বেশি সময়ের বর্ণাঢ্য অভিজ্ঞতা নিয়ে তাঁর এই যোগদানকে ব্যাংকটির জন্য একটি নতুন যুগের সূচনা হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। ব্যাংকিং কৌশল, প্রযুক্তিগত রূপান্তর এবং ডিজিটাল ব্যাংকিংয়ে তাঁর গভীর জ্ঞান পরিবর্তনশীল আর্থিক খাতে ঢাকা ব্যাংককে শক্তিশালী নেতৃত্ব দেবে বলে আশা করা হচ্ছে।

সিঙ্গাপুর থেকে ঢাকা: বৈশ্বিক অভিযাত্রা

ঢাকা ব্যাংকে যোগদানের ঠিক আগে তিনি ইস্টার্ন ব্যাংক পিএলসির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) ও প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) হিসেবে কর্মরত ছিলেন। এর আগে তিনি সিঙ্গাপুরভিত্তিক আন্তর্জাতিক ব্যাংকিং ও ফিনটেক পরামর্শক প্রতিষ্ঠান ‘এশিয়া ফিট’-এর সহ-প্রতিষ্ঠাতা হিসেবেও নিজের দক্ষতা প্রমাণ করেছেন। তাঁর কর্মজীবনের বড় একটি অংশ কেটেছে বিশ্বের শীর্ষস্থানীয় আর্থিক প্রতিষ্ঠানগুলোতে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালনের মাধ্যমে, যা তাঁকে একজন অভিজ্ঞ ব্যাংকার হিসেবে প্রতিষ্ঠিত করেছে।

সীমানা ছাড়িয়ে নেতৃত্বের ছাপ

ওসমান এরশাদ ফয়েজ স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক সিঙ্গাপুরের ম্যানেজিং ডিরেক্টর ও চিফ অপারেটিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেছেন। একই ব্যাংকের ইস্টার্ন হেমিস্ফিয়ার অঞ্চলের হোলসেল ব্যাংকিং বিভাগের ম্যানেজিং ডিরেক্টর ও চিফ ইনফরমেশন অফিসার হিসেবেও তাঁর কাজের অভিজ্ঞতা রয়েছে। প্রশাসনিক দক্ষতার স্বীকৃতিস্বরূপ তিনি দীর্ঘ পাঁচ বছর সিঙ্গাপুর ক্লিয়ারিং হাউস অ্যাসোসিয়েশনের পরিচালক বোর্ডের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।

প্রযুক্তির কিংবদন্তি ও অন্তর্ভুক্তিমূলক নেতা

প্রথাগত ব্যাংকিংয়ের বাইরেও প্রযুক্তিভিত্তিক নেতৃত্ব এবং কর্মক্ষেত্রে অন্তর্ভুক্তিমূলক পরিবেশ তৈরিতে অবদানের জন্য ওসমান এরশাদ ফয়েজ বিশ্বজুড়ে স্বীকৃত। ২০২৩ সালে তিনি ‘ওয়ার্ল্ড সিআইও ২০০ সামিট’-এ ‘লেজেন্ড’ অ্যাওয়ার্ডে ভূষিত হন। নারী নেতৃত্বকে এগিয়ে নিতে এবং ব্যবসায় নারীদের অগ্রগতিতে ভূমিকার জন্য তিনি ফিনান্সিয়াল টাইমস ও ইয়াহু ফাইন্যান্সের সহায়তায় প্রকাশিত ‘হিরোস গ্লোবাল রোল মডেল’ তালিকায় একাধিকবার স্থান করে নিয়েছেন। ২০১৫ সাল থেকে তিনি সিঙ্গাপুরের ইনস্টিটিউট অব ব্যাংকিং অ্যান্ড ফাইন্যান্সের ফেলো।

আগামীর ভিশন ও শপথ

নতুন এমডিকে স্বাগত জানিয়ে ঢাকা ব্যাংক পিএলসির চেয়ারম্যান আবদুল হাই সরকার বলেন, “আমরা বিশ্বাস করি, ওসমানের অভিজ্ঞতা ও নেতৃত্ব ঢাকা ব্যাংকের কৌশলগত অগ্রগতি ও টেকসই প্রবৃদ্ধিতে সহায়ক হবে।” নতুন দায়িত্ব গ্রহণ করে ওসমান এরশাদ ফয়েজ পর্ষদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং গ্রাহক ও নিয়ন্ত্রক সংস্থার আস্থা জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেন। প্রযুক্তি ও প্রক্রিয়ার আধুনিকায়ন এবং সর্বোপরি গ্রাহক সেবার মান উন্নত করাই হবে তাঁর প্রধান লক্ষ্য বলে তিনি জানান।

আরও পড়ুন