সর্বশেষ
Loading breaking news...

'বীভৎস কাণ্ড! মানুষ এতটা নামতে পারে?' অবশেষে বিয়ের বিতর্ক নিয়ে মুখ খুললেন পরমব্রত

খবরের ছবি
ছবি: সংরক্ষণাগার
বন্ধু অনুপম রায়ের প্রাক্তন স্ত্রী পিয়া চক্রবর্তীকে বিয়ে করার পর থেকে লাগাতার সোশ্যাল মিডিয়া ট্রোলিং এবং কুরুচিপূর্ণ আক্রমণের শিকার হয়েছিলেন অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়। 'বন্ধুর বউ চুরি' থেকে শুরু করে 'পরকীয়া'র মতো নানা অভিযোগে বিদ্ধ হয়েছিলেন তিনি। দীর্ঘ সময় ধরে এই বিষয়ে চুপ থাকার পর, অবশেষে এক পডকাস্টে সেই তিক্ত অভিজ্ঞতা ও সমালোচনার ঝড়ের বিরুদ্ধে মুখ খুললেন অভিনেতা।

মানসিকভাবে বিপর্যস্ত সেই কয়েকটা দিনবিয়ের পর সোশ্যাল মিডিয়ায় যে কুরুচিপূর্ণ মন্তব্য শুরু হয়েছিল, তা তাকে মানসিকভাবে কতটা বিপর্যস্ত করেছিল, সে কথাই প্রথমবার স্বীকার করলেন পরমব্রত। তিনি বলেন, “বিয়ের পর দেখলাম, একটা বীভৎস কাণ্ড শুরু হলো! ওই সব আমার ওপর প্রভাব ফেলেছিল, মোটামুটি ৪-৫ দিনের জন্য। মানুষ যে ধরনের কথা লিখতে পারে... আমি সেই ন্যায়বোধ বা নীতিবোধের মধ্যে দিয়ে বড় হইনি।”

তৈরি হলো 'গণ্ডারের চামড়া'এই লাগাতার আক্রমণের মোকাবিলা করতেই তিনি নিজেকে শক্ত করেছেন বলে জানান পরমব্রত। অভিনেতার কথায়,
“আমি বিয়ের সময় এই গণ্ডারের চামড়াটা তৈরি করেছি।”
মানুষের এতটা নিচে নামা দেখে অবাক হলেও, তিনি বলেন, “এখানে নেমেছে মানুষ? এতটা? কিন্তু নেমেছে, আমি কী করব? আমার কিছু করার নেই।”


বদলে গেল সামাজিক মাধ্যমের প্রতি দৃষ্টিভঙ্গিএই তিক্ত অভিজ্ঞতা সামাজিক মাধ্যম নিয়ে তার ধারণাই বদলে দিয়েছে। পরমব্রত জানান, এখন থেকে তিনি নিজের ব্যক্তিগত রাজনৈতিক বা সামাজিক মতামত শেয়ার করার বিষয়ে অনেক বেশি সতর্ক থাকবেন। তাঁর কথায়, “আমি ব্যক্তিগতভাবে কী মনে করি তা শেয়ার করে কাজ নেই। কারণ আমি কোনো দেশ বদলাতে যাচ্ছি না।” সম্প্রতি অনুপম রায়ও গায়িকা প্রশ্মিতা পালকে বিয়ে করার পর এই বিতর্কে অনেকটাই ইতি পড়েছে।

আরও পড়ুন