সর্বশেষ
Loading breaking news...

নওগাঁয় ১৮ লাখ টাকায় শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁস চক্রের ১৮ সদস্য গ্রেপ্তার

খবরের ছবি
ছবি: সংরক্ষণাগার
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে গড়ে ওঠা এক বিশাল প্রতারক চক্রের ১৮ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। নওগাঁ জেলায় অভিযান চালিয়ে প্রশ্নফাঁস ও জালিয়াতির সঙ্গে জড়িত এই চক্রের মূল হোতাসহ তাদের আটক করা হয়। শুক্রবার দিনভর জেলার বিভিন্ন পরীক্ষা কেন্দ্র ও আবাসিক হোটেলে সাঁড়াশি অভিযান চালিয়ে তাদের আইনের আওতায় আনা হয়েছে। পুলিশ জানিয়েছে, লাখো বেকারের স্বপ্নকে পুঁজি করে এই চক্রটি ১৮ লাখ টাকার বিনিময়ে নিশ্চিত চাকরির প্রলোভন দেখিয়ে আসছিল।হোটেলের গোপন কক্ষে নীল নকশানওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম এক সংবাদ সম্মেলনে জানান, গোপন সংবাদের ভিত্তিতে শহরের ‘পোরশা রেস্ট’ নামের একটি আবাসিক হোটেলে অভিযান চালায় জেলা ডিবি পুলিশ। হোটেলের ১১ নম্বর কক্ষে অবস্থানরত চক্রের দুই মূল হোতা মহাদেবপুরের আহসান হাবিব ও পত্নীতলার মামুনুর রশিদকে হাতেনাতে আটক করা হয়। তাদের মোবাইল ফোন তল্লাশি করে হোয়াটসঅ্যাপের মাধ্যমে ছড়িয়ে দেওয়া ভুয়া প্রশ্নপত্রের নমুনা ও জালিয়াতির প্রমাণ পাওয়া গেছে। এ সময় সেখানে অবস্থানরত কয়েকজন পরীক্ষার্থী ও তাদের অভিভাবকদেরও আটক করা হয়।চাকরি পেতে ১৮ লাখের বাজিপুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানায়, তারা একেকজন পরীক্ষার্থীর সঙ্গে ১৮ লাখ টাকার বিনিময়ে চাকরির লিখিত চুক্তি করেছিল। চুক্তি অনুযায়ী পরীক্ষার্থী আতাউর ও ফারুকের কাছ থেকে দুই লাখ টাকা এবং হাবিবুরের বাবার কাছ থেকে অগ্রিম ৩০ হাজার টাকা হাতিয়ে নেয় প্রতারক চক্রটি। তারা মূলত প্রশ্নপত্র ফাঁস ও ডিজিটাল ডিভাইসের মাধ্যমে উত্তর সরবরাহের প্রতিশ্রুতি দিয়ে এই বিপুল অংকের টাকা দাবি করেছিল। বেকার যুবকদের অসহায়ত্বকে কাজে লাগিয়ে তারা এই অনৈতিক বাণিজ্যের ফাঁদ পেতেছিল বলে পুলিশ নিশ্চিত করেছে।ডিভাইস জালিয়াতি ও পৃথক অভিযানশহরের অপর একটি আবাসিক হোটেল ‘নীলসাগর’-এ পৃথক অভিযান চালিয়ে রেহান জান্নাত নামের এক নারী পরীক্ষার্থীকে আটক করেছে পুলিশ। তিনি আত্মীয়ের মাধ্যমে ৬ লাখ টাকার মৌখিক চুক্তিতে প্রশ্নপত্র সংগ্রহের চেষ্টা করেছিলেন বলে স্বীকার করেছেন। এছাড়া পরীক্ষার হলের ভেতরে অত্যাধুনিক স্পাই ডিভাইস ব্যবহার করে জালিয়াতির চেষ্টার অভিযোগে আরও ৮ জনকে আটক করা হয়েছে। এসব ডিভাইস ব্যবহার করে বাইরে থেকে উত্তর সংগ্রহের পরিকল্পনা ছিল তাদের, যা পুলিশের তৎপরতায় ভেস্তে যায়।উদ্ধারকৃত আলামত ও আইনি ব্যবস্থাঅভিযান শেষে আটককৃতদের কাছ থেকে জালিয়াতির কাজে ব্যবহৃত ১১টি মোবাইল ফোন, বিভিন্ন স্পাই ডিভাইস ও নগদ প্রায় ৩৮ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। পুলিশ সুপার জানিয়েছেন, আটক ১৮ জনের বিরুদ্ধে নওগাঁ সদর থানায় মামলা দায়েরসহ কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। নিয়োগ পরীক্ষার স্বচ্ছতা বজায় রাখতে এবং এ ধরণের প্রতারক চক্রকে নির্মূল করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

আরও পড়ুন