শনিবার শপিংয়ে যাওয়ার আগে জেনে নিন বন্ধ থাকছে যেসব এলাকা
সারা সপ্তাহের কর্মব্যস্ততা শেষে ছুটির দিনে অনেকেই কেনাকাটার পরিকল্পনা করেন। বিশেষ করে শনিবার দিনটি শপিংয়ের জন্য বেছে নেন রাজধানীবাসী। তবে যানজট ঠেলে গন্তব্যে পৌঁছানোর পর যদি দেখেন মার্কেট বন্ধ, তখন বিড়ম্বনার শেষ থাকে না। তাই আপনার মূল্যবান সময় বাঁচাতে জেনে নিন আজ শনিবার রাজধানীর কোন কোন এলাকার দোকানপাট ও মার্কেট বন্ধ থাকছে।স্তব্ধ থাকবে পুরান ঢাকাআজ সাপ্তাহিক ছুটির কারণে রাজধানীর পুরান ঢাকা ও এর আশেপাশের বাণিজ্যিক এলাকাগুলো স্থবির থাকবে। বিশেষ করে শ্যামবাজার, বাংলাবাজার, সদরঘাট, তাঁতীবাজার ও পাটুয়াটুলী এলাকায় আজ কোনো লেনদেন হবে না। এছাড়া অভিজাত এলাকা হিসেবে পরিচিত ওয়ারী, স্বামীবাগ, গেন্ডারিয়া ও দয়াগঞ্জের দোকানপাটও আজ খুলবে না। ঐতিহাসিক লালবাগ, কোতোয়ালি, বংশাল ও শাঁখারী বাজারের মতো এলাকাগুলোতেও আজ কেনাকাটা সম্ভব হবে না।দক্ষিণের যেসব এলাকা বন্ধপুরান ঢাকার পাশাপাশি রাজধানীর দক্ষিণ অংশের বেশ কিছু গুরুত্বপূর্ণ এলাকাতেও আজ সাপ্তাহিক ছুটি পালিত হচ্ছে। এর মধ্যে লক্ষ্মীবাজার, গুলিস্তানের দক্ষিণ অংশ, জুরাইন ও পোস্তগোলা এলাকা অন্যতম। একইসঙ্গে শ্যামপুর ও ধোলাইখালের মতো শিল্প ও বাণিজ্যিক এলাকাগুলোতেও আজ স্বাভাবিক কার্যক্রম বন্ধ থাকবে। তাই এই এলাকাগুলোতে আজ না যাওয়াই বুদ্ধিমানের কাজ হবে।পাইকারি মার্কেটে তালাব্যবসায়িক প্রয়োজনে যারা ইসলামপুরের পাইকারি কাপড়ের মার্কেট কিংবা চকবাজারে যাওয়ার কথা ভাবছেন, তাদের পরিকল্পনা বাতিল করতে হবে। কারণ আজ নয়াবাজার, ইসলামপুর কাপড়ের দোকান, বাবুবাজার ও চকবাজার এলাকা পূর্ণ দিবস বন্ধ থাকে। দেশের অন্যতম বৃহত্তম এই বাণিজ্যিক কেন্দ্রগুলো আগামীকাল রবিবার আবার ক্রেতাদের জন্য উন্মুক্ত হবে।বন্ধ থাকবে যেসব বিপণিবিতানসাধারণ ক্রেতাদের ভিড় যেখানে বেশি থাকে, এমন বেশ কিছু মার্কেটও আজ বন্ধ থাকবে। এর মধ্যে আজিমপুর সুপার মার্কেট, গুলিস্তান হকার্স মার্কেট, রাজধানী সুপার মার্কেট ও কাপ্তান বাজার উল্লেখযোগ্য। এছাড়া আসবাবপত্রের জন্য বিখ্যাত ফরাশগঞ্জ টিম্বার মার্কেট এবং দয়াগঞ্জ ও ধূপখোলার বাজারগুলোতে আজ কোনো কার্যক্রম চলবে না। অনাকাঙ্ক্ষিত ভোগান্তি এড়াতে আজ এই গন্তব্যগুলো এড়িয়ে চলাই শ্রেয়।