সর্বশেষ
Loading breaking news...

বিশ্ববিদ্যালয়ের দাবিতে আজ রাজপথে নামছে সাত কলেজ, রাজধানী অচল হওয়ার শঙ্কা

খবরের ছবি
ছবি: সংরক্ষণাগার

রাজধানীর শিক্ষাঙ্গন উত্তাল ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি গঠনের চূড়ান্ত অধ্যাদেশ জারির এক দফা দাবিতে। দাবি আদায়ে বুধবার সকাল ১১টা থেকে ঢাকার তিনটি গুরুত্বপূর্ণ মোড়—সায়েন্সল্যাব, টেকনিক্যাল ও তাঁতীবাজার অবরোধের মতো কঠোর কর্মসূচির ঘোষণা দিয়েছে অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীরা। ‘সাত কলেজ বিশ্ববিদ্যালয় রূপান্তর আন্দোলন’-এর পক্ষ থেকে মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই ঘোষণা আসায় নগরজুড়ে যানজট ও জনদুর্ভোগের আশঙ্কা তৈরি হয়েছে।

শিক্ষার্থীরা চায় প্রতিশ্রুতির বাস্তবায়ন

শিক্ষার্থীদের দাবি অত্যন্ত স্পষ্ট। তারা চায়, আগামী ১৫ জানুয়ারি অনুষ্ঠিতব্য অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের সভাতেই যেন ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন- ২০২৫’-এর চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। একই সঙ্গে রাষ্ট্রপতির অধ্যাদেশ জারির মাধ্যমে এর আইনগত ভিত্তি নিশ্চিত করতে হবে। বিজ্ঞপ্তিতে আন্দোলনকারীরা স্মরণ করিয়ে দেন যে, গত বছরের ডিসেম্বরে শিক্ষা মন্ত্রণালয় থেকে তাদের आश्वासन দেওয়া হয়েছিল জানুয়ারির শুরুতেই অধ্যাদেশ জারি করা হবে। সেই প্রতিশ্রুতির বাস্তবায়ন না হওয়ায় ফের রাজপথে নামতে বাধ্য হচ্ছেন তারা। দাবি পূরণ না হলে আন্দোলন অব্যাহত রাখার কঠোর হুঁশিয়ারিও দেওয়া হয়েছে।

অধ্যাদেশ প্রক্রিয়া চলছে মন্ত্রণালয়ে

শিক্ষার্থীদের কর্মসূচির ঘোষণার পরই নড়েচড়ে বসেছে শিক্ষা মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়ের পরিমার্জিত খসড়াটি মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। সেখান থেকে এটি মন্ত্রিপরিষদ বিভাগের নীতিগত সম্মতি এবং লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগের ভেটিং শেষে উপদেষ্টা পরিষদের চূড়ান্ত অনুমোদনের জন্য পাঠানো হবে। উল্লেখ্য, গত বছরের ২৪ সেপ্টেম্বর সাত কলেজের সমন্বয়ে প্রস্তাবিত এই বিশ্ববিদ্যালয়ের খসড়া আইনটি মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করে মতামত আহ্বান করা হয়েছিল এবং পরবর্তীতে স্টেকহোল্ডারদের সঙ্গে আলোচনা সাপেক্ষে তা হালনাগাদ করা হয়।

আলোচনা সত্ত্বেও উত্তাল পরিস্থিতি

সাত কলেজের শিক্ষার্থীদের ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিটি একটি দীর্ঘদিনের প্রত্যাশা। এই আকাঙ্ক্ষা পূরণে বারবার আশ্বাস পেলেও কাঙ্ক্ষিত বাস্তবায়ন না হওয়ায় তারা রাজপথে নামতে বাধ্য হয়েছেন। শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে অধ্যাদেশ জারির প্রক্রিয়া এগিয়ে নেওয়ার কথা জানানো হলেও, শিক্ষার্থীরা তাদের পূর্বঘোষিত কর্মসূচি থেকে সরে আসতে নারাজ। এই অচলাবস্থা নিরসনে দ্রুত পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন।

রাজধানী জুড়ে সতর্কতা

রাজধানীর তিনটি গুরুত্বপূর্ণ সড়কে শিক্ষার্থীদের অবরোধ কর্মসূচির কারণে যান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হওয়ার আশঙ্কা করা হচ্ছে। এই পরিস্থিতিতে যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে প্রশাসন সতর্ক অবস্থানে রয়েছে। শিক্ষার্থীদের এই আন্দোলন তাদের দাবির যৌক্তিকতা তুলে ধরার একটি প্রয়াস হলেও, জনদুর্ভোগ যেন চরমে না পৌঁছায় সেদিকেও নজর রাখা হচ্ছে। আগামী দিনগুলোতে কী পরিস্থিতি দাঁড়ায়, তা সময়ই বলে দেবে।

আরও পড়ুন