সর্বশেষ
Loading breaking news...

তীব্র শৈত্যপ্রবাহের সতর্কতা: তাপমাত্রা নামতে পারে ৪ ডিগ্রি সেলসিয়াসে

খবরের ছবি
ছবি: সংরক্ষণাগার
পৌষের বিদায়লগ্নে প্রকৃতি যেন তার রুদ্ররূপ ধারণ করতে শুরু করেছে। হাড়কাঁপানো শীতে ইতিমধ্যেই দেশের বিস্তীর্ণ জনপদ জবুথবু হয়ে পড়েছে। আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, জানুয়ারি মাস বাংলাদেশের শীতলতম সময় হলেও এবারের শীতের দাপট যেন কিছুটা বেশিই অনুভূত হচ্ছে। কুয়াশা আর হিমেল হাওয়ার দাপটে স্বাভাবিক জনজীবন অনেকটাই বিপর্যস্ত। তবে আতঙ্কের বিষয় হলো, চলতি মাসেই একাধিক শৈত্যপ্রবাহের কবলে পড়তে যাচ্ছে দেশ।

শীতের কামড়ে অবশ ৭ জেলাইতিমধ্যেই দেশের সাতটি জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। পাবনা, সিরাজগঞ্জ, যশোর, কুষ্টিয়া, কুমিল্লা, মৌলভীবাজার ও সিলেটের মতো জেলাগুলোতে শীতের তীব্রতা এখন চরমে। এই পরিস্থিতি আরও কিছুদিন অব্যাহত থাকার প্রবল সম্ভাবনা রয়েছে। এর সঙ্গে যুক্ত হয়েছে ঘন কুয়াশার বিড়ম্বনা। মধ্যরাত থেকে সকাল, এমনকি কোথাও কোথাও দুপুর পর্যন্ত সূর্যের দেখা মিলছে না। ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌ-পরিবহন এবং সড়ক যোগাযোগ ব্যবস্থায় বড় ধরনের বিঘ্ন ঘটার আশঙ্কা তৈরি হয়েছে।

ভয়ংকর পূর্বাভাস: পারদ নামবে তলানিতেসবচেয়ে উদ্বেগের খবরটি দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। চলতি মাসেই দেশের ওপর দিয়ে বয়ে যেতে পারে আরও একাধিক তীব্র শৈত্যপ্রবাহ। আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিকের মতে, ৫ জানুয়ারি রাত থেকেই তাপমাত্রা দ্রুত কমতে শুরু করবে। এই মাসে এক থেকে দুটি তীব্র শৈত্যপ্রবাহের আশঙ্কা রয়েছে, যেখানে তাপমাত্রা নেমে যেতে পারে ৪ ডিগ্রি সেলসিয়াসে। হাড়কাঁপানো এই শীত মোকাবিলায় এখন থেকেই সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।

আরও পড়ুন