সর্বশেষ
Loading breaking news...

নিখোঁজের পরদিন মিলল দশম শ্রেণির ছাত্রের গলাকাটা লাশ: বাঙ্গি ক্ষেতের দৃশ্যে শিউরে উঠল এলাকাবাসী

খবরের ছবি
ছবি: সংরক্ষণাগার
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় নিখোঁজের মাত্র এক দিনের মাথায় এক স্কুলছাত্রের গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার পারুয়া ইউনিয়নের হাজারী বিলের একটি বাঙ্গি ক্ষেত থেকে এই নৃশংস হত্যাকাণ্ডের শিকার কিশোরের লাশ উদ্ধার করে পুলিশ। মর্মান্তিক এই ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে।

রহস্যজনক অন্তর্ধান ও আতঙ্কের প্রহর
নিহত কিশোরের নাম মো. শাহেদ ইসলাম (১৭)। সে স্থানীয় পারুয়া সাহাব্দীনগর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র এবং ওই এলাকার দুবাই প্রবাসী মোহাম্মদ আব্দুল মোনাফের পুত্র। পারিবারিক সূত্রে জানা যায়, গত সোমবার সন্ধ্যা ৬টার দিকে শাহেদ বাড়ি থেকে বের হয়, কিন্তু আর ফিরে আসেনি। আত্মীয়-স্বজন ও বন্ধুদের বাড়িসহ সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো হদিস মেলেনি। নিখোঁজের পর থেকেই পরিবারটি চরম উৎকণ্ঠা ও অনিশ্চয়তার মধ্যে সময় পার করছিল। একপর্যায়ে বাধ্য হয়ে রাতেই রাঙ্গুনিয়া মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করেন স্বজনরা।

ক্ষেতের মাঝেই মিলল নিথর দেহ
পরদিন মঙ্গলবার সকালে বাড়ির অদূরে একটি বাঙ্গি ক্ষেতে শাহেদের গলাকাটা লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। মুহূর্তেই এই খবর ছড়িয়ে পড়লে সেখানে হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়। প্রবাসী বাবার আদরের সন্তানের এমন করুণ পরিণতি দেখে স্বজনদের আহাজারিতে আকাশ-বাতাস ভারী হয়ে ওঠে। স্থানীয়দের প্রাথমিক ধারণা, এটি একটি সুপরিকল্পিত হত্যাকাণ্ড। এ বিষয়ে রাঙ্গুনিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরমান হোসেন বলেন, 'আমরা ঘটনাস্থলে উপস্থিত হয়েছি। হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদঘাটন এবং জড়িতদের আইনের আওতায় আনতে পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে।'

আরও পড়ুন