সর্বশেষ
Loading breaking news...

সুন্দরবনের রুদ্ধশ্বাস অপহরণ নাটকের যবনিকা: মুক্তিপণ দিয়ে উদ্ধার ৩ জন

খবরের ছবি
ছবি: সংরক্ষণাগার
সুন্দরবনের পূর্ব বন বিভাগের চাঁদপুর রেঞ্জের কেনুয়ার খালের মুখ থেকে অপহৃত তিনজনকে উদ্ধার করা হয়েছে। রিসোর্ট মালিক শ্রীপতি বাছাড় এবং দুই পর্যটককে কোস্টগার্ড ও পুলিশের অভিযানে উদ্ধার করা সম্ভব হয়েছে। স্বজনদের দাবি অনুযায়ী, মুক্তিপণ দিয়েই তাদের উদ্ধার করা হয়।

অপহরণ ও মুক্তিপণের দাবিগত শুক্রবার সশস্ত্র দুষ্কৃতকারীরা তাদের অপহরণ করেছিল। দীর্ঘ ৪৮ ঘণ্টা টানাপোড়েনের পর রবিবার রাতে মুক্তিপণের টাকা হস্তান্তরের পর তাদের মুক্তি দেওয়া হয়।

যৌথ বাহিনীর তৎপরতাদাকোপ থানার ওসি আতিকুর রহমান জানান, অপহরণকারীদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং তদন্ত চলছে। সফল অভিযানের মাধ্যমে তাদের উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুন