সর্বশেষ
Loading breaking news...

টানা ৮ ঘণ্টা বিদ্যুৎহীন থাকবে সিলেটের বিশাল অংশ: জেনে নিন আপনার এলাকা তালিকায় আছে কি না

খবরের ছবি
ছবি: সংরক্ষণাগার
সিলেট নগরবাসীর জন্য জরুরি বার্তা। মঙ্গলবার (৬ জানুয়ারি) দিনের একটি বড় অংশ বিদ্যুৎহীন অবস্থায় কাটাতে হতে পারে নগরীর বেশ কিছু এলাকার বাসিন্দাদের। বিদ্যুৎ উন্নয়ন বোর্ড জানিয়েছে, জরুরি রক্ষণাবেক্ষণ ও মেরামতের স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে দৈনন্দিন কাজে ব্যাঘাত ঘটার আগেই বিস্তারিত জেনে নিন।

মেরামতের স্বার্থে সাময়িক ভোগান্তি
বিদ্যুৎ বিভাগ সূত্রে জানা গেছে, বিদ্যুৎ বিতরণ লাইন এবং ট্রান্সফরমারের জরুরি মেরামতের কাজ চলবে মঙ্গলবার। এ কারণেই এদিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত—অর্থাৎ টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। সোমবার বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগ-১ ও ২-এর নির্বাহী প্রকৌশলী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

কোন কোন এলাকা থাকবে অন্ধকারের কবলে?
আম্বরখানা ফিডারের আওতায় আম্বরখানা মসজিদ এলাকা, দত্তপাড়া, আম্বরখানা সরকারি কলোনি, মজুমদারী এবং পূর্ব পীরমহল্লায় বিদ্যুৎ থাকবে না। অন্যদিকে লাক্কাতুড়া ফিডারের আওতায় বাদাম বাগিচা, বড়বাজার, চৌকিদেখী, আনার মিয়ার গলি, উদয়ন এবং বড়বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকাতেও বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এছাড়াও এই তালিকায় রয়েছে দারুস সালাম মাদ্রাসা, শেভরন এলাকা এবং বনশ্রী আবাসিক এলাকা ও তার আশেপাশের অঞ্চল। সাময়িক অসুবিধার জন্য বিউবো আন্তরিক দুঃখ প্রকাশ করেছে।

আরও পড়ুন