সর্বশেষ
Loading breaking news...

সিলেট প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ, সাংবাদিকদের ঐক্যের ডাক

খবরের ছবি
ছবি: সংরক্ষণাগার

সিলেট প্রেসক্লাবের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছে। শনিবার (০৩ জানুয়ারি) দুপুরে ক্লাব মিলনায়তনে আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে বিদায়ী কমিটির কাছ থেকে দায়িত্ব বুঝে নেন নতুন নেতারা। নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক তাদের বক্তব্যে সিলেটের সাংবাদিকতা জগতকে আরও গতিশীল ও নিরপেক্ষ করার প্রত্যয় ব্যক্ত করেন। তারা বলেন, সাংবাদিকদের অধিকার রক্ষায় তারা সর্বদা সচেষ্ট থাকবেন।

 

 

অনুষ্ঠানের বিশেষ মুহূর্ত

 

 

 

দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেটের সিনিয়র সাংবাদিকবৃন্দ এবং সুশীল সমাজের প্রতিনিধিরা। বিদায়ী সভাপতি তার বক্তব্যে গত দুই বছরের অর্জন ও সীমাবদ্ধতা তুলে ধরেন এবং নতুন কমিটিকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। নতুন সভাপতি তার বক্তব্যে বলেন, "এই প্রেসক্লাব আমাদের সবার। দলমত নির্বিশেষে সকল সাংবাদিকের স্বার্থ রক্ষাই হবে আমাদের মূল লক্ষ্য।" এরপর ফুলেল শুভেচ্ছায় সিক্ত হন নতুন নেতৃবৃন্দ।

 

 

 

ভবিষ্যৎ পরিকল্পনা

 

 

 

নতুন কমিটি আগামী দুই বছরের জন্য বেশ কিছু পরিকল্পনার কথা জানিয়েছে। এর মধ্যে রয়েছে ক্লাবের আধুনিকায়ন, সাংবাদিকদের জন্য ওয়েলফেয়ার ফান্ড গঠন এবং নিয়মিত প্রশিক্ষণ কর্মশালার আয়োজন। সাধারণ সম্পাদক জানান, ডিজিটাল সাংবাদিকতার যুগে টিকে থাকতে হলে দক্ষতা বৃদ্ধির কোনো বিকল্প নেই। তাই তারা সদস্যদের পেশাগত মান উন্নয়নে বিশেষ জোর দেবেন।

 

 

 

ঐক্যের আহ্বান

 

 

 

বক্তারা সিলেটের সাংবাদিকদের মধ্যে বিভেদ ভুলে ঐক্যের ডাক দেন। তারা বলেন, সাম্প্রতিক সময়ে সাংবাদিকদের ওপর নানা ধরনের চাপ ও ঝুঁকি বেড়েছে। এই পরিস্থিতি মোকাবিলায় সবাইকে এক ছাতার নিচে থাকতে হবে। সত্য প্রকাশে আপোষহীন থাকার শপথ নিয়ে নতুন কমিটি তাদের যাত্রা শুরু করে। তারা স্থানীয় প্রশাসনের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে পেশাগত দায়িত্ব পালনের প্রতিশ্রুতি দেন।

 

 

 

মিলাদ ও দোয়া মাহফিল

 

 

 

দায়িত্ব গ্রহণ শেষে ক্লাবের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। এরপর উপস্থিত সকলের মধ্যে মিষ্টি বিতরণ করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ক্লাবের নবনির্বাচিত যুগ্ম সম্পাদক। সিলেটের সাংবাদিক অঙ্গনে আজ এক উৎসবমুখর পরিবেশ বিরাজ করছিল।

 

আরও পড়ুন