সর্বশেষ
Loading breaking news...

১৯ বছরের বিরতি ভেঙে বগুড়ায় তারেক রহমান: ঐতিহাসিক প্রথম সফর

খবরের ছবি
ছবি: সংরক্ষণাগার
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রায় দুই দশক পর রাজধানী ঢাকার বাইরে তাঁর প্রথম সফরে বগুড়া যাচ্ছেন। রাজনৈতিক মহলের কাছে এই সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ হিসেবে বিবেচিত হচ্ছে। বগুড়া জেলা বিএনপির শীর্ষ নেতারা তাঁর এই সফরের সূচি নিশ্চিত করেছেন।

বগুড়ার 'গর্বের সন্তান' ঘরে ফেরা১৯ বছর ১৮ দিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে আগামী ১১ জানুয়ারি তারেক রহমান বগুড়ায় পৌঁছাবেন। পরদিন ১২ জানুয়ারি শহরের ঐতিহাসিক আলতাফুন্নেছা খেলার মাঠে এক বিশাল গণদোয়ায় অংশ নেবেন তিনি, যা তাঁর মা বেগম খালেদা জিয়ার স্মরণে আয়োজিত হবে।

আধ্যাত্মিক সংযোগশিবগঞ্জ উপজেলায় মহাস্থান মাজার জিয়ারত করবেন তিনি। উল্লেখ্য, তারেক রহমান বগুড়া-৬ আসন থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং তাঁর মনোনয়নপত্র ইতিমধ্যে বৈধ ঘোষণা করা হয়েছে।

আরও পড়ুন