সর্বশেষ
Loading breaking news...

বিয়ের আসর যখন প্রতিবাদের মঞ্চ: হাদি হত্যার বিচার চেয়ে নবদম্পতির নজিরবিহীন পদক্ষেপ

খবরের ছবি
ছবি: সংরক্ষণাগার
বিয়ে মানেই আনন্দ, উৎসব আর নতুন জীবনের স্বপ্ন। কিন্তু চাঁপাইনবাবগঞ্জের এক বিয়ের আসর সাক্ষী হলো এক নজিরবিহীন প্রতিবাদের। নবদম্পতি সুজন বিশ্বাস ও কুরাতুল আইন কানিজ তাদের জীবনের সবচেয়ে আনন্দঘন মুহূর্তে হাতে তুলে নিলেন ‘জাস্টিস ফর হাদি’ লেখা প্ল্যাকার্ড। বিয়ের মঞ্চ থেকেই তারা শরিফ ওসমান হাদি হত্যার ন্যায়বিচার দাবি করে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন। এই সাহসী পদক্ষেপটি সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়েছে।

আনন্দের উৎসবে ন্যায়ের গর্জন
সোমবার চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার ধরমপুর গ্রামে এই অভিনব ঘটনা ঘটে। জমকালো আয়োজনের মধ্য দিয়ে যখন সুজন ও কানিজের বিয়ের আনুষ্ঠানিকতা চলছিল, ঠিক তখনই বর-কনে একসঙ্গে একটি প্ল্যাকার্ড হাতে নিয়ে দাঁড়ান। সেখানে স্পষ্ট অক্ষরে লেখা ছিল ‘জাস্টিস ফর ওসমান হাদি’। তাদের এই পদক্ষেপ উপস্থিত অতিথিদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে এবং মুহূর্তেই এটি আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়।

শিক্ষাঙ্গন থেকে জীবনমঞ্চে, থামেনি প্রতিবাদের ভাষা
এই নবদম্পতির পরিচয় তাদের প্রতিবাদী সত্তার গভীরতাকে আরও স্পষ্ট করে তোলে। কনে কুরাতুল আইন কানিজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের শিক্ষার্থী এবং ডাকসু-র শামসুন নাহার হলের নির্বাচিত সহ-সভাপতি (ভিপি)। অন্যদিকে বর সুজন বিশ্বাস চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী এবং বর্তমানে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করছেন। শিক্ষাজীবন থেকেই সামাজিক দায়বদ্ধতা ও প্রতিবাদের সঙ্গে তাদের সম্পৃক্ততা, যা তাদের বিয়ের মঞ্চেও প্রতিফলিত হয়েছে। কানিজ গণমাধ্যমকে বলেন,
“হাদি ভাইয়ের ন্যায়বিচার নিশ্চিত করার লক্ষ্যেই আমরা আমাদের আনন্দঘন মুহূর্তেও এই প্রতিবাদ জানিয়েছি।”
বর সুজন বিশ্বাস যোগ করেন, “বিয়ের মতো একটি শুভ মুহূর্ত থেকেই আমরা অন্যায়ের বিরুদ্ধে একটি শক্তিশালী বার্তা দিতে চেয়েছি। আমরা জুলাই যোদ্ধা শহীদ ওসমান হাদির বিচার চাই।”

আরও পড়ুন