সর্বশেষ
Loading breaking news...

নির্বাচন পরবর্তী তিন বড় পরিকল্পনা নিয়ে মার্চে জাপান যাচ্ছেন মুহাম্মদ ইউনূস

খবরের ছবি
ছবি: সংরক্ষণাগার

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস আগামী মার্চ মাসে জাপান সফরে যাওয়ার ঐতিহাসিক ঘোষণা দিয়েছেন। জাপানের সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত শিনজো আবের স্ত্রী আকি আবের সঙ্গে এক সৌজন্য বৈঠকে তিনি এই সফরের কথা নিশ্চিত করেন। রবিবার ঢাকার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এই সফরে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছাবে বলে আশা করা হচ্ছে। এটি মূলত একটি বিশেষ আমন্ত্রণে রাষ্ট্রীয় সফর হতে যাচ্ছে।

স্মৃতির আবহে পরিকল্পনা

‘এনকারেজমেন্ট অব সোশ্যাল কন্ট্রিবিউশন’ ফাউন্ডেশনের একটি প্রতিনিধিদলের নেতৃত্বে বর্তমানে বাংলাদেশ সফরে রয়েছেন আকি আবে। বৈঠকের শুরুতেই তিনি তাঁর প্রয়াত স্বামী শিনজো আবের সঙ্গে অধ্যাপক ইউনূসের অত্যন্ত আন্তরিক সম্পর্কের স্মৃতিচারণ করেন। এই উষ্ণ আলাপচারিতার মাঝেই তিনি বাংলাদেশের আসন্ন নির্বাচন-পরবর্তী সময়ে প্রধান উপদেষ্টার ভবিষ্যৎ কর্মপরিকল্পনা সম্পর্কে জানতে চান। এর প্রেক্ষিতে অধ্যাপক ইউনূস তাঁর "দূরদর্শী চিন্তার কথা" প্রতিনিধিদলকে সবিস্তারে জানান। আকি আবে বাংলাদেশের পরিবর্তনের অগ্রযাত্রায় জাপানের অবিচল সমর্থনের আশ্বাস দেন।

ডিজিটাল স্বাস্থ্যসেবা বিপ্লব

জবাবে অধ্যাপক ইউনূস তাঁর ভবিষ্যৎ ভাবনার তিনটি প্রধান স্তম্ভ বা মূল লক্ষ্য সবার সামনে তুলে ধরেন। তিনি জানান, প্রথমত ডিজিটাল স্বাস্থ্যসেবা ব্যবস্থাকে ঢেলে সাজাতে বিশেষ গুরুত্ব দেওয়া হবে। এর প্রধান উদ্দেশ্য হলো দেশের নারী ও প্রান্তিক জনগোষ্ঠীর কাছে মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া। পাশাপাশি প্রবাসীরা যেন ডিজিটাল কাঠামোর মাধ্যমে দেশে থাকা তাঁদের পরিবারের স্বাস্থ্য বিষয়ে খোঁজখবর রাখতে পারেন। এই প্রযুক্তিনির্ভর স্বাস্থ্যসেবা ব্যবস্থা দেশের চিকিৎসা ক্ষেত্রে এক "অভাবনীয় মাইলফলক" হিসেবে বিবেচিত হবে।

তরুণ ও উদ্যোক্তা

দ্বিতীয় বৃহৎ লক্ষ্য হিসেবে অধ্যাপক ইউনূস তরুণ প্রজন্মের উন্নয়ন ও নতুন উদ্যোক্তা তৈরির ওপর গুরুত্বারোপ করেন। তিনি জানান, দেশের মেধাবী তরুণদের সক্ষমতা বৃদ্ধিতে চলমান কার্যক্রমগুলো আরও গতিশীল ও বেগবান করা হবে। তৃতীয় লক্ষ্য হিসেবে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বা এসডিজি অর্জনে বাংলাদেশের প্রতিশ্রুতি এবং কার্যক্রম অব্যাহত রাখার কথা তিনি পুনরায় উল্লেখ করেন। তাঁর এই পরিকল্পনাগুলো মূলত একটি উন্নত ও স্বনির্ভর বাংলাদেশ গড়ার স্বপ্নকে ধারণ করে। এই লক্ষ্যগুলো বাস্তবায়নে জাপানের কারিগরি সহযোগিতা অত্যন্ত সহায়ক হবে বলে তিনি বিশ্বাস করেন।

মহাসাগর গবেষণা সহযোগিতা

প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম Azad মজুমদার সাংবাদিকদের জানান, অধ্যাপক ইউনূস মার্চের তৃতীয় সপ্তাহে জাপান সফরে যাবেন। সাসাকাওয়া ফাউন্ডেশনের পক্ষ থেকে তাঁকে এই বিশেষ আমন্ত্রণ জানানো হয়েছে বলে জানা গেছে। এই সফরে সামুদ্রিক ও মহাসাগরীয় গবেষণা সহ বিভিন্ন কৌশলগত ক্ষেত্রে জাপানের সঙ্গে সহযোগিতা জোরদার করা হবে। ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এই বিশেষ ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমও উপস্থিত ছিলেন। এই সফরটি আন্তর্জাতিক কূটনীতিতে বাংলাদেশের অবস্থানকে আরও সুসংহত করবে।

আরও পড়ুন